প্রায় দশ বছর পর্দায় ফিরছে টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদের অভিনীত সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ইতোমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলোচনা তৈরি করেছে।
আর মুক্তির একদিন আগে অগ্রিম বুকিংয়ে রীতিমত বাজিমাত করেছে এই সিনেমা! ছবিটির টিকেটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের।
শুধু তাই নয়, সকাল ৭টায়ও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথমদিনেই হাউজফুল টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে।
কলকাতা সাউথ সিটি মলের আইনক্সে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা সকাল ৭টার শোতে হাউজফুল টিকিট বিক্রি হলো!
এ প্রসঙ্গে দেব জানিয়েছেন, এটা বাংলা সিনেমায় নতুন ইতিহাস!
অনুভূতি জানিয়ে দেব বলেন,“বক্স অফিসে এত অসাধারণ ওপেনিং দেখে আমি খুব খুশি! আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছেন, আমাদের এই ছবিকে এত ভালোবাসা দিয়েছেন ও বাংলা ছবিকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে!”
দীর্ঘদিন পর টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার লোভ যেন সামলাতে পারছে না তাদের ভক্তরা।
তাইতো আগের মতো বর্তমানেও তাদের নিয়ে উন্মাদনা কম নয়।
‘ধূমকেতু’ ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।
পিএ/এসএন