মোহিত সুরির পরিচালনায় নবীন তারকা আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে নির্মিত রোমান্টিক মিউজিক্যাল ছবি ‘সইয়ারা’ ২০২৫ সালের অন্যতম সফল ব্লকবাস্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছবিটির আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে। বিপুল এই সাফল্যের পর দর্শক-ভক্তদের মনে এখন প্রশ্ন—এই ছবির কি সিক্যুয়েল হবে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দেন নির্মাতা মোহিত সুরি। তবে তিনি স্পষ্ট করে কিছু না বললেও আভাস দিয়েছেন, ‘সইয়ারা’ হয়তো এককভাবেই ক্লাসিক হিসেবে থেকে যাবে। মোহিত বলেন, প্রযোজকের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তাঁর ভাষায়, “আমার জীবনে অনেক সিক্যুয়েলের অভিজ্ঞতা আছে। কিন্তু আমার বিশ্বাস, আদিত্য চোপড়া মনে করেন—যদি কোনো ছবি ক্লাসিক হয়ে ওঠে, তবে সেটির মায়া ভাঙা উচিত নয়।”
অর্থাৎ, সম্ভাবনাকে একেবারে উড়িয়ে না দিলেও সিক্যুয়েলের সম্ভাবনা আপাতত ক্ষীণই। কারণ, নির্মাতা চান না দর্শকের ভালোবাসায় গড়া ছবির জাদু ভেঙে যাক।
সাক্ষাৎকারে মোহিত নিজের ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ‘সইয়ারা’র অভাবনীয় সাফল্য তাঁর জীবনই বদলে দিয়েছে। এক ব্যর্থ সিক্যুয়েল নির্মাণের পর প্রায় তাঁকে চলচ্চিত্রজগৎ থেকে বাতিল বলা হচ্ছিল। সেই জায়গা থেকে ‘সইয়ারা’ তাঁকে শুধু ফিরিয়েই আনেনি, বরং নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে। তাঁর কথায়, “আমার উদ্দেশ্য ছিল না ইন্ডাস্ট্রি কাঁপানো। আসল লক্ষ্য ছিল নিজের জীবন বদলে দেওয়া।”
বর্তমানে সিক্যুয়েল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ছবির দাপট ও জনপ্রিয়তা দেখে বলিউডে গুঞ্জন থামছে না। ভক্তরা এখনো আশায় বুক বাঁধছেন, হয়তো একদিন ‘সইয়ারা’র দ্বিতীয় অধ্যায় বড় পর্দায় ধরা দেবে।
ইউটি/টিএ