বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী তারকা শাম্মি কাপুর, বানিয়েছিলেন নিজের ওয়েবসাইটও

আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা যায়না। শিশু থেকে বৃদ্ধ সবাই আজ ডিজিটাল দুনিয়ার সঙ্গে একাত্ম। খবর, বিনোদন, সারা বিশ্বের কনটেন্ট- সব মুঠোফোনে, আঙুলের ছোঁয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি অভিনেতা আজ ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন।


আর এই অনলাইন যুগের সূচনা, অন্তত ভারতীয় সিনেমা জগতে, সম্ভব হয়েছিল এক কিংবদন্তির হাত ধরে। রণবীর কাপুরের দাদু তথা প্রয়াত কিংবদন্তি অভিনেতা শাম্মি কাপুর!


রোম্যান্টিক হিরোর ভূমিকায় পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন শাম্মি কাপুর। অসাধারণ অভিনয় এবং প্রাণবন্ত নাচের জন্য অনুরাগীদের মনে জায়গা করে নিলেও তার অন্য এক পরিচয় অজানাই রয়ে গিয়েছে। স্কুলের গণ্ডি না পেরোলেও একটি ক্ষেত্রে প্রবল ঝোঁক ছিল শম্মির।

খুব কম লোকই জানেন অভিনয় বাদ দিয়ে প্রযু্ক্তির প্রতি তার আলাদা উৎসাহ ছিল। বিশেষ করে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে তার অনুসন্ধিৎসার কথা খুব কম লোকেরই জানা। পৃথ্বীরাজ কাপুরের তিন পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র শম্মি ছিলেন ভারতের প্রথম ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একজন। মজার কথা হল ভারতে আনুষ্ঠানিক ভাবে চালু হওয়ার আগেই অভিনেতা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেছিলেন।

সমমনস্ক কয়েক জনের সঙ্গে মিলে খুলে ফেলেছিলেন একটি দলও। ইন্টারনেট ইউজ়ার ক্লাব অফ ইন্ডিয়া বা সংক্ষেপে আইইউসিআই।



নব্বইয়ের দশকের গোড়ায়, সত্তরের কোঠায় বয়স থাকা সত্ত্বেও তিনি কিনেছিলেন একটি অ্যাপল ম্যাকিন্টশ ক্লাসিক ডেস্কটপ এবং আন্তর্জাতিক ডায়াল-আপ লাইনও নেন।কেন তাঁর প্রথম অনলাইন প্রকল্প? আসলে, কাপুর পরিবারের ফিল্মি ফ্যামিলি ট্রি তৈরি করা ছিল তাঁর লক্ষ্য- যার নাম দেন জংলি.ওআরজি.ইন (junglee.org.in)। আশ্চর্যের বিষয়, সেই ওয়েবসাইট এখনও টিকে আছে!

কেন তাকে ‘ইন্টারনেট গুরু’ বলা হয়? কারণ, পঞ্চাশের কোঠায় তিনি বিশ্বব্যাপী ওয়েব আবিষ্কার করেন, ‘ইন্টারনেট ইউজার্স কমিউনিটি অফ ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হন এবং ‘এথিক্যাল হ্যাকার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ গড়ে তোলেন।

জংলি ডট ওআরজি মূলত কাপুর পরিবারের জন্য নিবেদিত এক ফ্যামিলি ওয়েবসাইট, যেখানে এখনও নব্বইয়ের দশকের সেই অরিজিনাল লুক, ব্যানারের ফন্ট, এবং শাম্মি নিজে বাছাই করা কনটেন্ট আজও অক্ষত রয়েছে।

আছে তার দুর্লভ ছবির স্টিলস, পৃথ্বীরাজ থেকে ঋষি কাপুর- সকলের বিষয়ে তথ্য ও নানান ছবি। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন ড. শ্রীনিবাসন রমণী, যিনি তার টিম নিয়ে ১৯৮৬–১৯৯১ সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক সার্ভার সংযোগ স্থাপন করেছিলেন। তবে সরকারি ভাবে কে প্রথম, তার প্রমাণ নেই। কিন্তু বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী যে শাম্মি কাপুর, তা নিয়ে কোনও দ্বিমত নেই।

২০১১ সালের ১৪ আগস্ট, ৭৯ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এই কিংবদন্তি অভিনেতা তথা ভারতের ‘ডিজিটাল পথিকৃৎ’। ১৯৯০ সালের পর থেকে আমৃত্যু এই অভিনেতা ম্যাক ব্যবহার করতেন। যদিও, মাইক্রোসফ্‌ট কম্পিউটার সম্পর্কে তাঁর খুবই সীমিত জ্ঞান ছিল। তার কাছে প্রয়োজনীয় সমস্ত গ্যাজেট ছিল। তিনি ফেসবুক, টুইটারে সক্রিয় ছিলেন এবং তাঁর ওয়েবসাইটেও কাজ করে গিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত।

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

img
বিএনপি বাস-লঞ্চঘাট দখল করছে, আর বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে নিচ্ছে জামায়াত : আলতাফ হোসেন Aug 17, 2025
img
২৭টি ট্রাকে এলো ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ Aug 17, 2025
img
পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা কারো একক দাবি নয় : প্রধান বিচারপতি Aug 17, 2025
img
‘তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে, কোনো নাটক চলবে না’ Aug 17, 2025
img
আমদানির খবরে কেজিত ১০ টাকা কমলো পেঁয়াজের দাম Aug 17, 2025
img
'বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ' Aug 17, 2025
img
শুভশ্রীর সঙ্গে মঞ্চে ওঠা ও আলাপচারিতা ‘স্ক্রিপ্টেড’ ছিল : দেব Aug 17, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত Aug 17, 2025
img
পাইলট অচেতন, বিমানের নিয়ন্ত্রণ মিস্টার বিনের হাতে Aug 17, 2025
img
বিশ্বের শীর্ষ সুন্দরীর তালিকায় ষষ্ঠ হানিয়া আমির Aug 17, 2025
img
দেশের প্রথম পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা Aug 17, 2025
img
বিমানবন্দর থেকে গ্রেপ্তার পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার Aug 17, 2025
img
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের পর নতুন সুযোগ খুঁজছে মোদি Aug 17, 2025
img
'রোহিত তোমাকে আরও ৫ বছর আমাদের দরকার, ফিটনেসে মন দাও', বললেন যুবরাজের বাবা Aug 17, 2025
img
চন্দ্রনাথ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে : হারুন ইজহার Aug 17, 2025
img
মহাখালীর পেট্রোল পাম্পে আগুন : দগ্ধ একজন জাতীয় বার্নে Aug 17, 2025
img
চরিত্র বাছাইয়ে বয়সের সঙ্গে সামঞ্জস্য জরুরি: মাধবন Aug 17, 2025
খিলক্ষেতে ফুটপাত দখলমুক্ত করলেন ওসি, এলাকাবাসীর সাধুবাদ! Aug 17, 2025
img
চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল Aug 17, 2025
img
আসছে টেইলর সুইফটের ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’ Aug 17, 2025