ঢালিউডের নায়ক জয় চৌধুরী সম্প্রতি ভক্তদের মন্তব্য ঘিরে আলোচনায় এসেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ভক্তদের মধ্যে কেউ কেউ তাকে রণবীর কাপুরের মতো বলে। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি বিকৃতভাবে প্রচার করে ট্রল করা হলেও জয় তা নিয়ে একেবারেই ভাবছেন না।
জয় কি নিজেকে রণবীর কাপুর মনে করেন? এ বিষয়ে জানতে জয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা নিয়ে আলোচনা করছে। তারা আমার কথাটা পুরোপুরি শোনেনি।
না শুনেই তারা এটা নিয়ে ট্রল করা শুরু করেছে। অবশ্য আমি এসব নিয়ে মাথা ঘামাই না।’
ঘটনার বিস্তারিত জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, ‘সম্প্রতি একটি দৈনিকের ডিজিটাল বিভাগের সাক্ষাৎকারে হাজির হয়েছিলাম। এসব সাক্ষাৎকারে অনেক স্লট থাকে।
তেমনই একটি স্লট ছিল-যেখানে বলা হয় আমাকে কোনো আন্তর্জাতিক নায়কের মতো লাগে কি না, কিংবা ভক্তরা বলেন কি না। খুবই সিম্পল একটি প্রশ্ন, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই, কোনো নায়ক বা গায়কের মতো আপনাকে লাগে কি না কিংবা কেউ বলে কি না- বলতেই পারে। আপনাকে কেউ বললে অবশ্যই তো বলবেন। তেমনই আমিও বলেছি আমার ভক্তদেরর মধ্যে কেউ কেউ আমাকে বলেছে রণবীর কাপুরের মতো।
জয় বলেন, ‘আমি বলেছি ভক্তদের মধ্যে কেউ কেউ, অথচ এটাকে বানিয়ে দিয়েছে আমাকে নাকি রণবীর কাপুরের মতো লাগে। ফটোকার্ড বানিয়ে ট্রল করছে, করুক। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। কয়েক দিন আগে আমার ২২ জোড়া জুতা নিয়ে নিউজ হয়েছে, পারফিউম নিয়ে নিউজ হয়েছে। শাকিব খান নাকি আমার গান বাদ দিয়েছে, আমি হিটম্যান সিনেমার একটা গান নিয়ে বলেছিলাম।
এসব কেটে কেটে নিউজ হচ্ছে। ফেসবুকে মানুষ যেভাবে যা পারছে বলে যাচ্ছে, আমি তো আটকাতে পারব না, তাই এসব নিয়ে কথা বলছি না।’
জয় অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ চলচ্চিত্রটি গত বছর মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে জয়ের ক্যারিয়ার শুরু হয়। তিনি হিটম্যান, চিনি বিবি, আজব প্রেম এবং অন্তর জ্বালাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
আগামীতে ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে কলকাতায় নির্মিত হতে যাচ্ছে হান্নান নামে সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী। বলে রাখা ভালো, ২০০৪ সালের ২৬ জুন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন পিচ্চি হান্নান। এই সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। এ ছাড়া অপারেশন জ্যাকপট নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী।
ইএ/টিএ