দর্শকরা এবার পর্দায় দেখতে পাবেন উচ্চ ভোল্টেজ নাচের দৃশ্য, চমকপ্রদ উপস্থিতি আর টগবগে রঙিন মশলার ঝলক। সব মিলিয়ে বলিউডে আসছে এক ভিন্ন ঘরানার আয়োজন, যা নির্মিত হচ্ছে ম্যাডকের স্বকীয় কৌতুকমিশ্রিত শৈলীতে।
চলচ্চিত্রপ্রেমীদের ধারণা, এবার হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে সাহসী ও মজাদার পরীক্ষা। বিনোদন আর চমকের দারুণ সমন্বয়ে তৈরি এই প্রজেক্টের মাধ্যমে দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা অপেক্ষা করছে।
এমকে/টিএ