বলিউড তারকা সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ভারত-এ বরুণ ধাওয়ানের একটি বিশেষ উপস্থিতি থাকার কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা পর্দায় দেখা যায়নি। এবার সেই রহস্যের জট খুললেন পরিচালক রবি ছাবরিয়া।
‘ডিটেকটিভ শেরদিল’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করা রবি জানিয়েছেন, আসলেই একটি দৃশ্য ধারণ করা হয়েছিল যেখানে সালমান খান ও বরুণ ধাওয়ানকে হালকা মেজাজে হাতের কসরতে (পাঞ্জা লড়াই) অংশ নিতে দেখা যায়। কিন্তু শেষ মুহূর্তে সম্পাদনার টেবিলে তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রবি ছাবরিয়া বলেন, “এটা ছিল মজার একটা দৃশ্য। দুজনেই পাঞ্জা লড়ছিলেন। তবে চূড়ান্ত সম্পাদনার সময় এটি বাদ দেওয়া হয়।” দৃশ্যটি আদৌ প্রকাশ পাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তিনি। তার মতে, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে প্রযোজক আতুল আগ্নিহোত্রির সিদ্ধান্তের ওপর।
পরিচালক আরও জানান, সুলতান, টাইগার জিন্দা হ্যায় এবং ভারতসহ সালমান খানের একাধিক জনপ্রিয় ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ইয়াশরাজ ফিল্মসে কাটানো সেই সময়কে নিজের ‘বিশ্ববিদ্যালয়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কিংবদন্তি নির্মাতা ইয়াশ চোপড়ার সঙ্গে সাধারণ সম্ভাষণ বিনিময় করাটাই তার কাছে ছিল আনন্দের স্মৃতি।
এতদিন ধরে ভক্তদের মনে যে প্রশ্ন ছিল, সত্যিই কি ভারত সিনেমায় সালমান-বরুণকে একসঙ্গে দেখা গিয়েছিল? এবার তার উত্তর মিলল। তবে তাদের মজার সেই “পাঞ্জা লড়াই”র দৃশ্য দর্শকরা আদৌ দেখতে পাবেন কি না, সেটিই এখনো অজানা।
এমকে/টিএ