টলিউডে নতুন গুঞ্জন ছড়িয়েছে শ্রুতি হাসানকে ঘিরে। দুলকার সলমানের নায়িকা হয়ে অভিষেক ঘটাচ্ছেন পরিচালক রবি নেলাকুদিতির হাতে। এতদিন ধারণা করা হচ্ছিল, এই ছবির মাধ্যমে ফিরছেন পূজা হেগড়ে। কারণ কিছুদিন আগে তিনি নিজেই জানিয়েছিলেন, একটি তেলুগু প্রেমের গল্পে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু হঠাৎ শ্রুতির ঘোষণা ভক্তদের মনে নতুন প্রশ্ন তুলেছে—তাহলে কি শ্রুতি পূজাকে সরিয়েছেন, নাকি দুজনই আছেন একই ছবিতে।
পূজা হেগড়ে সর্বশেষ ২০২২ সালে তেলুগু ছবি ‘আচার্য’তে অভিনয় করেছিলেন। তারপর থেকেই তিনি ছিলেন টলিউড থেকে অনেকটা আড়ালে। হঠাৎ গুঞ্জন ওঠে গুন্টুর কারামে তার সরে যাওয়া নিয়ে। তারপর থেকেই ভক্তদের কৌতূহল বেড়েছিল, কোন ছবিতে ফিরবেন তিনি। এর মধ্যেই শ্রুতির আনুষ্ঠানিক ঘোষণায় রহস্য আরও গভীর হয়েছে।
তবে নির্মাতা কিংবা পূজা হেগড়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে অপেক্ষা বাড়ছে দর্শকদের। ছবিটির প্রযোজনা করছেন ‘দাসরা’ খ্যাত সুদাকর চেরুকুরি। ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে এই প্রকল্প।
এসএন