তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ঢাকা এসে তিন ঘণ্টার মতো লাউঞ্জেই ছিলেন, এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়েন ডাচ ক্রিকেটাররা।
এরই মধ্যে সিলেটে পৌঁছেছেন সফরকারীরা। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। পরে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা থেকে।
নেদারল্যান্ডস স্কোয়াড-
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।
টিম ম্যানেজমেন্ট-
রায়ান কুক (প্রধান কোচ), রায়ান ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ), লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।
এসএস/এসএন