ফ্রান্সসহ আরও চার দেশে বসবাসরত প্রবাসীদের ভোটার করার সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছে ইসি।
বুধবার (২৭ আগস্ট) প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে নির্বাচন কমিশনকে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশগুলো হলো— বাহরাইন, সিঙ্গাপুর, স্পেন ও ফ্রান্স।
এর আগে সৌদি আরবসহ আরও ১৫ দেশে প্রবাসীদের ভোটার করার সম্মতি পায় ইসি।
খবরের সত্যতা স্বীকার করে এনআইডি অনুবিভাগের ডিজি এএসএম হুমায়ুন কবীর জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে আরও চারটি দেশের অনুমতি পেয়েছি। আরও ১৫টি দেশের সম্মতি আছে। সবমিলিয়ে ১৯টি দেশের সম্মতি পাওয়া গেল। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্র দিয়ে আমাদের নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লজ এঞ্জেলেস ভোটার কার্যক্রম কার্যক্রম চালু করা হবে। এজন্য শিগগিরই কারিগরি টিম ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে। চার বাংলাদেশ মিশনে চারটি কারিগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। আর দুটি প্রশাসনিক টিম যাবে তাদের কার্যক্রম তদারকি করতে।
এমআর/টিএ