অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোদ্রিগো। সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও শুরু থেকেই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তার। বরং নতুন কোচ জাবি আলোনসোর অধীনে জায়গা পাওয়ার জন্য লড়াই করতেই বদ্ধপরিকর তিনি।
রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ পাওয়া এবং কোচের তার ওপর আস্থা রাখাই রোদ্রিগোকে আরও আত্মবিশ্বাসী করেছে।
তবে, তার সিদ্ধান্তের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে বলে জানিয়েছে মার্কা। খবরে জানানো হয়েছে, কোচ আলোনসো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রদ্রিগোকে তার স্বাভাবিক পজিশন বাম প্রান্তেই ব্যবহার করা হবে।
এর ফলে নতুন মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবেন রোদ্রিগো। একসময় যেখানে ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্মের কারণে সেই প্রতিযোগিতা ভাবাই যেত না, সেখানে গত এক বছরের খারাপ ফর্মের কারণে পরিস্থিতি বদলে গেছে।
সর্বশেষ ম্যাচে আলোনসো ভিনিসিয়ুসকে বেঞ্চে বসিয়ে রোদ্রিগোকে শুরুর একাদশে রাখেন, যা স্পষ্ট বার্তা দেয়, কোনো খেলোয়াড়ের জায়গা নিশ্চিত নয়।
সব মিলিয়ে, রোদ্রিগো-ভিনিসিয়ুস দ্বৈরথ মাদ্রিদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী কোচ আলোনসো। এই প্রতিযোগিতা দুই ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সকে আরও শানিত করবে এবং দলে গড়ে তুলবে স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা।
এমআর/টিএ