তিন দফা পূরণে সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন তারা। যদি তা না হয়, তাহলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে যাবেন শিক্ষকরা।
আজ শনিবার বিকেল ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে চলা মহাসমাবেশে আন্দোলনকারী শিক্ষক নেতারা এ আলটিমেটাম ও কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে শিক্ষকদের একটি প্রতিনিধিদল দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি দেয়।
সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে করা, সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণসহ তিন দাবি আদায়ে মহাসমাবেশ চলছে। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক অংশ নিয়েছেন।
শিক্ষকরা বলেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেবেন। মহাসমাবেশে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। বর্তমান সরকার এই দাবি পূরণ না করলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলে এই দাবি পূরণের আশ্বাস দেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মহাসমাবেশে সংহতি জানানোর কথা রয়েছে।
ইএ/টিএ