দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। শুধু অভিনয় দিয়েই নয়, নৃত্য কিংবা উপস্থাপনা- সব জায়গাতেই দর্শক-শ্রোতাদের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।
অপি করিমের পরিচয় যে কেবলই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এমনও কিন্তু নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবনে বুয়েটে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন অপি করিম। যেখানে তিনি জানালেন, বিশ্ববিদ্যালয়ে কেউ তাকে সেভাবে পাত্তাই দিত না।
অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার উল্টো দিক থেকেই বুয়েটের বাস ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বাস ভরে যেত। আমাকে কেউ কোনোদিন একবারও বলেনি, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই যেতে হয়েছে বেশির ভাগ দিন।”
অভিনেত্রীর ভাষায়, অন্য জায়গায় গেলে কিছুটা খাতির পেতেন, তবে বুয়েটে তার নিজের ডিপার্টমেন্টে অবস্থা ছিল উল্টো।
তিনি বলেন, “ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির-যত্ন করত। কিন্তু আমার ডিপার্টমেন্টে মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র- কেউ জীবনেও আমাকে পাত্তা দেয়নি।”
তবে এই অভিজ্ঞতা নিয়ে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং অপি করিম মনে করেন, এই বিষয়টি তার জন্য দরকার ছিল। কারণ এর ফলে কখনও মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে।
এই সাক্ষাৎকারে অপি করিম জানান, নাটকে তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি কাজ করলেও দর্শকরা তাকে পার্থ বড়ুয়ার সঙ্গে জুটি বেঁধে দেখতে বেশি পছন্দ করতেন।
ইএ/টিকে