বহুদিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষো চলছিল তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে। মাঝেমধ্যেই একে অপরের ছবিতে প্রতিক্রিয়া, অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি কিংবা আচমকা দেওয়া ইঙ্গিত যেন জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছিল। তবে এতদিন গোপন রাখা সেই সম্পর্কের পর্দা অবশেষে উঠল এই গণেশ চতুর্থীতে।
শনিবার দুজনেই সোশাল মিডিয়ায় হাত ধরে তোলা ছবি শেয়ার করেন। আইভরি রঙের পোশাকে সেজেছিলেন তারা ও বীর। তারা বেছে নিয়েছিলেন শাড়ি, বীর ছিলেন শেরওয়ানিতে। মানানসই গয়না, মেকআপ আর হেয়ারস্টাইল তাঁদের সাজকে আরও নান্দনিক করে তুলেছিল। ছবিগুলি প্রকাশ হতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তারকাদের ভিড়ে শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবী কাপুর, রাজকুমার রাও, দিশা পাটানি সহ আরও অনেকে।
এই সম্পর্ক নিয়ে কানাঘুষো কিন্তু নতুন নয়। চলতি বছর দিল্লির এক অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় বীরের দিকে উড়ে আসা তারার চুমু নিয়েই শুরু হয়েছিল জোর গুঞ্জন। নেটিজেনদের মধ্যে শুরু হয় উত্তেজনা। তবে এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন দুজন। এবার আর গোপন রাখলেন না, বরং শুভ দিনে সবার সামনে ঘোষণা করলেন তাঁদের ভালোবাসার কথা।
বলিউডে নতুন প্রেমের গল্প নিয়ে যখন দর্শকদের আগ্রহ চরমে, তখন তারা আর বীরের এই পদক্ষেপ যেন এক নতুন অধ্যায়ের সূচনা করল।
এমকে/টিকে