ক্রাইস্টচার্চ কবরস্থানে দুজনের দাফন সম্পন্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় নিহত ৫০ জনের মধ্যে দুজনের লাশ দাফন করা হয়েছে। তাদের জানাজা শেষে বুধবার ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক কবরস্থানে তাদের দাফন করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বাবা ও তার ছেলের লাশ নতুন খোঁড়া একটি কবরে কাবার দিকে মুখ করে শুইয়ে দেওয়া হয়।

নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ সন্ত্রাসী হামলায় নিহতদের এই কবরস্থানেই দাফন করা হবে।

জানাজা ও দাফনের সময় সেখানে কয়েকশ লোক উপস্থিত ছিলেন। টুপি পরা পুরুষদের পাশাপাশি সালোয়ার, কামিজ ও হিজাব পরা অনেক নারীও ছিলেন।

এই শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে আসা গুলশাদ আলি বলেন, ‘লাশ কবরে শুইয়ে রাখা হচ্ছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, খুব কষ্ট হচ্ছে।’

পার্কের ভিতরে একটা এলাকায় ওজু করার ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা পুলিশের রিভলভারের হোলস্টারে ও তাদের অত্যাধুনিক রাইফেলে গোঁজা ছিল ফুল।

হামলাকারী জঙ্গি অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট (২৮) নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ডানেডিনে বসবাস করতেন। শুক্রবার জুমা নামাজের সময় দুই মসজিদে চালানো নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ রিমান্ডে থাকা ট্যারেন্টকে আগামী ৫ এপ্রিল আবার আদালতে হাজির করবে। তখন তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

নিউজিল্যান্ডের পুলিশ প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেনসহ বিশ্বব্যাপী গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহভাজন জঙ্গির প্রোফাইল তৈরি করছে।

রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, ‘এটি পুরোপুরি একটি আন্তর্জাতিক তদন্ত তা আপনাদের নিশ্চিত করতে পারি আমি।’

হামলাকারী জঙ্গি পুরো বিশ্ব ভ্রমণ করেছে এবং কোথাও বেশি দিন বাস করেনি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

মঙ্গলবার রাত পর্যন্ত ২১ জন নিহতকে শনাক্ত করা হয়েছে এবং তাদের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতের মধ্যে শনাক্তকরণ শেষ করার কথা রয়েছে।

ইসলামিক রীতিতে মারা যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব দাফন করার বিধান থাকায় এই দেরিতে নিহতের পরিবারগুলো হতাশ হয়েছে।

এ বিষয়ে পুলিশ প্রধান বুশ বলেছেন, বিচারক ও ময়নাতদন্তকারী কর্মকর্তাকে সন্তুষ্ট করতে পুলিশকে প্রতিটি মৃত্যুর কারণ প্রমাণ করে দেখাতে হবে তাই বিষয়টিতে সময় লাগছে।

‘মৃত্যুর কারণ বাদ দিয়ে অপরাধ সাব্যস্ত করা যাবে না। তাই এটি একটি ব্যাপক প্রক্রিয়া যা সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে হয়’- বলেছেন তিনি।

ওই ঘটনায় আহত ২৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে আট জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
করণ জোহরের হরর মুভিতে জুটি বাঁধছে ওয়ামিকা-ভুবন Nov 19, 2025
img
ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার অবস্থান ১১তম Nov 19, 2025
img
সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত ‘প্রধান’ মিত্র হিসেবে মনোনীত করলেন ট্রাম্প Nov 19, 2025
img
সৌদি যুবরাজের জন্য ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক Nov 19, 2025
img
মহাকাব্যিক গল্পে নায়নতারার নতুন অধ্যায় Nov 19, 2025
img
আশুলিয়ার ঘটনায় ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Nov 19, 2025
img
বতসোয়ানার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ Nov 19, 2025
img
যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের Nov 19, 2025
img
সীমাবদ্ধতার বাইরে এলি আভরামের নতুন পরিচয় Nov 19, 2025
img
মুশফিকের শততম টেস্ট আজ, মিরপুরে বিশেষ আয়োজন Nov 19, 2025
img
রাজধানিতে বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Nov 19, 2025
img
নতুন ফটোশুটে ধ্রুপদি সৌন্দর্যের মায়া ছড়ালেন ওয়ামিকা Nov 19, 2025
img
শতকোটি নয়, সত্যিকারের গল্প বেছে নিচ্ছেন দীপিকা Nov 19, 2025
img
কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ Nov 19, 2025
img
ওটিটিতে ইতিহাস রচনা করলেন কল্যাণী Nov 19, 2025
img
জকসু নির্বাচনে অংশ নেওয়ায় বুলিংয়ের শিকার চন্দন কুমার Nov 19, 2025
img
মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ, ৩ ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলে আটক Nov 19, 2025
img
বক্স অফিসে আলোড়ন তুলতে প্রস্তুত আল্লু অর্জুনের নতুন চরিত্র Nov 19, 2025
img
বাংলাদেশের কাছে হারের পর ভারতের কোচের মন্তব্য Nov 19, 2025
img
আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান Nov 19, 2025