বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যাদের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। তাদের বিভিন্ন কাজের কারণে নানাভাবে আলোচিত ও সমালোচিত দলটি। ছাত্রলীগ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন বাংলাদেশ টাইমসের নিউজ রুম এডিটর শাহজাহান নবীন। হযরত ওমর (রা.) ও বাদশাহ হারুণের মহানুভবতার অনেক গল্প আমাদের জানা। ওমর (রা.) নিজের কাধে খাবারের বস্তা বয়ে অনাহারীর বাড়িতে খাবার পৌছাতেন। আমরা এসব গল্প থেকে
অফিস টাইম। গণপরিবহন সংকট থাকায় রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। একটা বাস আসছে তো, শত শত মানুষ দৌড়ে যাচ্ছেন বাসের কাছে। বাসে উঠার সুযোগ পাচ্ছেন কয়েকজন। কারণ করোনা রোধে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করছে বাসগুলো।
তিনি টেস্ট ক্রিকেটের জন্য একজন সম্ভাবনাময় বোলার। লেগ স্পিনের একজন উঠতি তারকা জুবায়ের। যখন জাতীয় লিগে আট দলের মধ্যে একটি দলের ১৪ জনের স্কোয়াডে সুযোগ পাবেন না তখন অনেক কৌতুহল মিটে যায়, মিলে যায় হিসেব। প্রশ্ন তোলারও আগ্রহ থাকে না। কয়েক বছর ধরে যা হচ্ছে লিখনের সঙ্গে তা অভিসন্ধিমূলক বলে সন্দেহ করতে বাধ্য হচ্ছি।