ফিলিস্তিনি সংকট নিয়ে এরদোগান-আব্বাস ফোনালাপ

ফিলিস্তিনি সংকট নিয়ে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক উন্নয়ন ও ফিলিস্তিনি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

জেরুজালেমে বিভিন্ন দেশের দূতাবাস স্থানান্তর নিয়েও নিজেদের মতামত ব্যক্ত করেছেন দুই নেতা। দুই প্রেসিডেন্ট মনে করেন, এসব দেশের ভুল পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়া ব্যাহত হবে।

এ সময় ফিলিস্তিনিদের প্রতি অব্যাহত সমর্থন দেয়ার কথা জানিয়েছেন এরদোগান।

গত বছরই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। পরে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন।

এতে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এর প্রতিবাদ করে ফিলিস্তিনিরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: