বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানকে শিখতে পরামর্শ কামরান আকমলের

পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এবারের এশিয়া কাপেও তাদের দুর্বলতা স্পষ্ট। যদিও গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে হারিয়ে সুপার ফোরে ওঠেছে তারা, কিন্তু ভারতের কাছে হেরেছে বাজেভাবে। বলতে গেলে, প্রতিপক্ষ হিসেবে ওমান ও আমিরাত তুলনামূলক কিছুটা সহজই ছিল।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে যাচ্ছে তাই অবস্থা, কোনোমতে টেনেটুনে রান করেছিল ১২৭। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের কোনো পাত্তাই দেয়নি ভারতের ব্যাটাররা। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। 
 
এক সপ্তাহ পর আজ (২১ সেপ্টেম্বর) রাতে ফের ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও করেছেন সাবেক এই উইকেরটরক্ষক ব্যাটার। 
 
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচেই তাদের বিপক্ষে প্রতিশোধটা সুদে-আসলে উশুল করেছে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিলো লঙ্কানরা। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ে জোড়া ফিফটিতে সেই ম্যাচ বাংলাদেশে জেতে ৪ উইকেটে। 
 
 
বলতে গেলে দল হিসেবেই ম্যাচটা জিতেছে বাংলাদেশ। মোস্তাফিজ ও মেহেদী হাসানরা দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাট হাতে দারুণ খেলেছেন সাইফ-হৃদয়রা। সব মিলিয়ে দারুণ একটা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যে কারণে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন কামরান আকমল। 
 
ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান ও চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’ 
 
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন সাইফ হাসান। ৪৫ বলে খেলেছেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে তাওহীদ হৃদয়ও দারুণ ব্যাটিং করেছেন, ৩৭ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস। কামরান আকমল বলেছেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহীদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’ 
 
 
সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিয়েছেন কামরান। ‘পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ (গতকাল) কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি; বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে।’ 
 
কামরান আরও বলেছেন, ‘বাংলাদেশ একটি ভালো প্লেয়িং একাদশ তৈরি করেছে। তারা মেহেদী হাসানকে খেলিয়ে বোলিংকে শক্তিশালী করেছে এবং একটি পরিপূর্ণ বোলিং ইউনিট নিয়ে খেলেছে। তাই পাকিস্তান দলকেও ভাবতে হবে। ভারত বিশ্বের এক নম্বর দল; আপনাকে আপনার ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য রাখতে হবে। আপনি মাত্র তিনজন বোলার নিয়ে খেলতে পারবেন না, শ্রীলঙ্কা চারজন নিয়ে খেলে ফেঁসে গেছে।’ 
 
টসে জিতলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আগে বোলিং করা উচিত বলে মনে করেন কামরান। ‘অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। টসে জিতে কী করতে হবে, এসবই বিবেচনা করতে হবে। রান তাড়ায় ভালো দিক হচ্ছে, শিশির একটি ফ্যাক্টর হয়ে ওঠে। তাই ভারত তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে রান তাড়া করতে চাইবে। যে কারণে পাকিস্তান টসে জিতলে প্রথমে বোলিং করা উচিত। যাতে ভারতের ব্যাটসম্যানদের দ্রুত আউট করা যায়।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১২ দিনে রেমিট্যান্স এল ১৩৪৬ মিলিয়ন ডলার Nov 14, 2025
img
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Nov 14, 2025
img
যক্ষ্মায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় আছে বাংলাদেশও Nov 14, 2025
img
পাকিস্তানের ২ বিচারপতির পদত্যাগ Nov 14, 2025
img
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা Nov 14, 2025
img
নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী পারসা ইভানার মন্তব্য Nov 14, 2025
img
দুবাইয়ের আকাশে যাত্রী নিয়ে উড়বে ট্যাক্সি Nov 14, 2025
img
নীলাঞ্জনা না থাকলে এত দিন ছবি বানাতে পারতাম না : গৌতম ঘোষ Nov 14, 2025
img
বিএনপি জনগণের দল, কখনও মাঠ ছাড়ে না: বাবুল Nov 14, 2025
img
জুয়ায় জড়িত তুরস্কে ১০২ ফুটবলার নিষিদ্ধ Nov 14, 2025
img
ভিকি-কৃতির খুনসুটিতে ভাইরাল ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এপিসোড Nov 14, 2025
img
মানিকগঞ্জে থেমে থাকা বাসে আগুন, গাড়িতে থাকা ঘুমন্ত চালক দগ্ধ Nov 14, 2025
img
চিরঞ্জীবীর নতুন ছবিতে তামান্নার হাই-ভোল্টেজ নাচের প্রস্তুতি Nov 14, 2025
img
‘আমরা কোনও দোষ করিনি’, ধর্মান্তকরণের ‘ভুয়ো’ অভিযোগ নিয়ে মুখ খুললেন জেমাইমা Nov 14, 2025
img
টিকটকার সুজান খানের পার্টিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১ Nov 14, 2025
img
হাংকি পাংকি বুঝি না, ধানের শীষের বিজয় বুঝি: কামরুল হুদা Nov 14, 2025
img
বরগুনায় স্বর্ণা পরিবহন নামের যাত্রীবাহী বাসে আগুন Nov 14, 2025
img
‘কুছ কুছ হোতা হ্যায়’ রিমেকের জন্য করন জোহরের কাস্টে আলিয়া, রণবীর, আনন্যা Nov 14, 2025
img
যুদ্ধের সময় সীমান্ত দিয়ে অনেকে পালিয়েছেন কিন্তু জিয়াউর রহমান যান নাই: ডা. জাহিদ Nov 14, 2025
img
নতুন মুখে সাজিদ আলীর ‘হীর রাঞ্জা’ Nov 14, 2025