লড়াই করে হারল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিতে যত কীর্তি ভারতের

প্রথম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্টেও শুরুটা অন্তত তেমন হয়েছিল। যদিও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধে কিছুটা মান বাঁচাল সফরকারীরা। তিন দিনেই শেষ হতে বসা টেস্টের মীমাংসা হলো পঞ্চম দিনে এসে। কোনো রকমে ইনিংসে হার এড়াল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচ বাঁচাতে পারল না তারা। ৭ উইকেটের জয়ে সিরিজ জিতল ভারত। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন শুভমান গিল।

দাপুটে সিরিজ জয়ে একাধিক কীর্তি গড়েছে ভারত। প্রতিপক্ষ হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০ টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এ ছাড়া ভারতের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে টানা ৬ সিরিজ হেরেছে উইন্ডিজরা। এই ধারা শুরু হয়েছিল ড্যারেন স্যামি অধিনায়ক থাকাকালে, এখন সে ক্যারিবীয়দের হেড কোচ। একই ধারা চলমান আছে।

আজ (মঙ্গলবার) দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫৮ রান। হাতে ছিল ৯ উইকেট। এই পরিস্থিতি থেকে যে ভারত অনায়াসে জিতবে তা নিশ্চিতই ছিল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ও সাই সুদর্শন জুটি দলকে জেতাতে পারবেন কি না নাকি আরও উইকেট পড়বে এ নিয়ে আলোচনা ছিল।



ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রোস্টন চেজের দুর্দান্ত ক্যাচে ফিরলেন সুদর্শন। ফলে অধিনায়ক শুভমানকে নামতে হয়। তিনি নেমে বড় শট খেলার চেষ্টা করছিলেন। সেই চেষ্টায় ১৩ রান করে আউট হন তিনিও। রাহুল অবশ্য এক দিকে টিকেছিলেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ৫৮ রান করে অপরাজিত থাকলেন রাহুল।

দিল্লিতে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রানে ডিক্লেয়ার করে ভারত। ১৭৫ রান করেন যশস্বী জয়সওয়াল। অপরাজিত ১২৯ রান করেন অধিনায়ক শুভমান। সুদর্শন খেলেন ৮৭ রানের ইনিংস। জবাবে ২৪৮ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৫ উইকেট নেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করায় ভারত। দ্বিতীয় ইনিংসে অবশ্য ক্যারিবীয় দলের ব্যাটিংয়ে অন্য ছবি দেখা যায়। তার একটা বড় কারণ অবশ্য দিল্লির উইকেট।

তৃতীয় দিনের শেষ সেশনেই দেখা যাচ্ছিল, দিল্লির পিচ থেকে কোনো সুবিধা পাচ্ছেন না বোলাররা। সেই ছবি চতুর্থ দিনও দেখা গেল। প্রথম সেশনে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা সবরকম চেষ্টা করলেন। কিন্তু উইকেট তুলতে পারছিলেন না। দুই ক্যারিবীয় ব্যাটার জন ক্যাম্পবেল ও শাই হোপ ধীরেসুস্থে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিন স্পিনারকেও আক্রমণে আনেন অধিনায়ক শুভমান। তাতেও কিছু হচ্ছিল না। ছক্কা মেরে শতরান করেন ক্যাম্পবেল। টেস্টে এটি তার প্রথম শতরান। যদিও পরে বেশিক্ষণ টিকতে পারেননি। জাদেজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ১১৫ রানের মাথায় আউট হন ক্যাম্পবেল। তৃতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়েছিলেন ক্যাম্পবেল ও হোপ।

ক্যাম্পবেল ফিরলেও খেলার ধরন বদলায়নি ওয়েস্ট ইন্ডিজ। হোপের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক চেজ। মধ্যাহ্ন বিরতির পর শতরান করেন হোপও। শেষ ২০১৭ সালে টেস্টে শতরান করেছিলেন তিনি। আট বছর পর আবারও তিন অঙ্কে পৌঁছালেন। ৫১ বছর পর ভারতের মাটিতে এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শতরান করলেন।



এই পিচে খেলায় ফিরতে হলে কিছুটা ভাগ্যের সঙ্গও দরকার ছিল ভারতের। সেটাই হলো। শতরানের পর সিরাজের একটি বলে প্লেড-অন হলেন হোপ। বলে কিছুটা নিচু ছিল। ফলে শট খেলতে সমস্যা হয় তার। ১০৩ রানে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের নীচের দিকের ব্যাটাররা যে কুলদীপের বল বুঝতে পারছেন না তা এই ইনিংসেও দেখা গেল। যে কুলদীপ প্রথম ১৫ ওভার উইকেট পাননি, সেই তিনিই পরপর ৩ উইকেট তুলে নেন। অধিনায়ক চেজ ফিরলেন ৪০ রানে। দেখে মনে হচ্ছিল, আর বেশিক্ষণ টিকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। ঠিক তখনই দশম উইকেটে জুটি বাঁধলেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস। শেষ উইকেটে আরও ৭৯ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে যে লক্ষ্য ৫০ রানের নিচে থাকতে পারত সেটাই বেড়ে দাঁড়ায় ১২১। অর্ধশতরান করেন গ্রিভস। ৩২ রান করে আউট হন সিলস। ভারতের বোলারদের মধ্যে কুলদীপ ও বুমরাহ ৩ করে উইকেট নেন। ২ উইকেট গেল সিরাজের দখলে।

১২১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করেন যশস্বী জয়সওয়াল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারেই ৮ রান করে আউট হন তিনি। যশস্বী আউট হওয়ার পর খেলার ধরন বদলে ফেলে ভারত। বোঝা যাচ্ছিল, চার দিনে খেলা শেষ করার মানসিকতা থেকে সরে এসেছে তারা। রাহুল ও সুদর্শন ধৈর্য্য ধরে ব্যাট করেন। আর যাতে কোনও উইকেট না পড়ে সেই লক্ষ্য ছিল তাদের। চতুর্থ দিনের শেষ পর্যন্ত তারাই ক্রিজে ছিলেন। পঞ্চম দিন প্রথম ঘণ্টায় বাকি রান করে ফেলে ভারত।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের নিন্দা Oct 14, 2025
img
রূপনগরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Oct 14, 2025
img
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে মোদির প্রশংসা করলেন ট্রাম্প! Oct 14, 2025
img
দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের Oct 14, 2025
img
‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে স্মৃতিচারণ নোবেলের Oct 14, 2025
img
কঠিন পরীক্ষা সামনে: মির্জা ফখরুল Oct 14, 2025
img
ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়লো জাপান Oct 14, 2025
img
সরাসরি ভোটে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী বিএনপির মনোনয়ন পাবেন : সেলিমা রহমান Oct 14, 2025
img
অগ্নিদুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 14, 2025
img
বোলিং বিভাগে উন্নতি রাবেয়া-ফাহিমার, ব্যাটিংয়ে ধারাবাহিক মোস্তারি Oct 14, 2025
img
শেখ হাসিনার মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ Oct 14, 2025
img
রাজনীতিবিদ সুরেশ গোপীর পদত্যাগে মুখ খুললেন কঙ্গনা Oct 14, 2025
img
সাড়ে ৫ হাজার টাকার বেতনে চাকরি শুরু করেছিলেন অ্যাটর্নি জেনারেল Oct 14, 2025
img
সাড়ে ৫ হাজার টাকার বেতনে শুরু করেছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান Oct 14, 2025
img
এদেশের মানুষ পিআর সিস্টেম বুঝে না : ভূঁইয়া দিপু Oct 14, 2025
img
রাতে মাজারগেটেই অবস্থান করবেন আন্দোলনরত শিক্ষকরা Oct 14, 2025
img

ধর্ম অবমাননা

নর্থ সাউথের অপূর্ব ৫ দিনের রিমান্ডে Oct 14, 2025
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের, হাসপাতালে ৮৪১ Oct 14, 2025
img
চঞ্চল, সাবিলা ও রাজ একসঙ্গে হুমায়ূন আহমেদের গল্পে Oct 14, 2025
img
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউএফপির Oct 14, 2025