চিকিৎসার পাশাপাশি সুরের ভুবনে ঝংকার তুলছেন আনিসুর রহমান রানা

শৈশবে রবীন্দ্রসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করলেও পরে ব্যান্ড মিউজিকের প্রতি কে. এম. আনিসুর রহমান রানার বিশেষ আগ্রহ তৈরি হয়। তিনি পেশায় একজন চিকিৎসকও। আইয়ুব বাচ্চুর গিটার বাজানো দেখে অনুপ্রাণিত হয়ে তিনি গিটার শেখেন।

রানা বর্তমানে কানাডার টরন্টোতে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নিজের লেখা ও সুরে নিয়মিত গান তৈরি করছেন। সম্প্রতি প্রকাশিত তার গানচিত্র “উত্তরাধিকার”, “গল্প প্রহর” এবং “অগ্নিস্নান” শ্রোতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন গানগুলো সৃষ্টির অনুপ্রেরণা নিয়ে। তিনি বলেন, “আমার ছেলে ও তার ভবিষ্যৎকে কেন্দ্র করে ‘উত্তরাধিকার’ গানটি লিখেছি। বাবার ভালোবাসা, স্বপ্ন, আদর্শ এবং মানুষ হয়ে ওঠার পথনির্দেশ এই গানটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

‘অগ্নিস্নান’ নিয়ে তিনি বলেন, ‘মূলত সময়ের বাস্তবতা, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিফলন, যেখানে মানুষের ভেতরের লড়াই প্রকাশ করার চেষ্টা করেছি। এই গানটি বাংলাদেশে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে সম্মান জানাতে তৈরি করা। বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কোটি জনতা পথে নামে এবং সফল হয়।’



‘গল্পপ্রহর’ নিয়ে রানা জানালেন, ‘এটি আমার সহধর্মিণীকে উৎসর্গ করে লেখা। আমার যাপিত জীবনের হাজারো ব্যস্ততা, চ্যালেঞ্জ, ভাঙা-গড়ার প্রতিটি পদক্ষেপে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে, সমর্থন ও অনুপ্রেরণা যোগায়। তার প্রতি অগাধ ভালোবাসার প্রতিফলন ঘটেছে গানটিতে।’

সংগীতযাত্রা নিয়ে তিনি বলেন, ‘আমার সংগীতযাত্রা শুরু আসাদ গেটের ঝংকার ললিত কলা একাডেমিতে। তখন আমি চতুর্থ শ্রেণির ছাত্র। মায়ের অনুপ্রেরণায় সেখানে রবীন্দ্রসংগীত শেখা শুরু করি। সেখান থেকেই গান শেখার প্রথম হাতেখড়ি। নব্বইয়ের দশকের দিকে বিটিভিতে মাইলস, ফিডব্যাক, এলআরবি, ওয়ারফেইজ-এর গান শুনে ব্যান্ড মিউজিকের প্রতি অগাধ আগ্রহ তৈরি হয়। বিশেষ করে আইয়ুব বাচ্চু ভাইয়ের গিটার বাজানো আমার জীবনে বড় প্রভাব ফেলে। আইয়ুব বাচ্চুর গিটার বাজানো শুনেই গিটার শেখা এবং ব্যান্ড মিউজিক করার স্বপ্ন জাগে।’

মেডিকেল ক্যারিয়ার ও সংগীত, এই দুই ভিন্ন জগৎকে কীভাবে ব্যালান্স করেন? তার ভাষায়, ‘চিকিৎসক হওয়া মানেই অনেক চাপ আর দায়িত্ব।

তবে সংগীত আমার কাছে মানসিক প্রশান্তির জায়গা। কাজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমি গিটার হাতে তুলি, নতুন সুরে ডুবে যাই। বলা যায়, চিকিৎসক পেশা আমার দায়িত্ব, আর সংগীত আমার আত্মপ্রকাশ।’

সবশেষে তিনি জানান, ‘আমি নিয়মিতভাবে নিজের লেখা ও সুরে নতুন গান করার চেষ্টা করছি। কয়েকটি গান রেকর্ডের কাজ চলছে, যেগুলো খুব শিগগিরই প্রকাশ পাবে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো “ঘুরে দাঁড়ানোর স্বপ্ন”। গানটি আমার কথা ও সুরে তৈরি হচ্ছে। আশা করছি গানটি মানুষের জীবনযুদ্ধে একটু হলেও অনুপ্রেরণা যোগাতে সক্ষম হবে।

এমআর  

Share this news on:

সর্বশেষ

img
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : ফখরুল Oct 22, 2025
অলসতা থেকে বাঁচার উপায় | ইসলামিক টিপস Oct 22, 2025
img
মালদ্বীপ ইমিগ্রেশনের অভিযানে ১৪ প্রবাসী আটক Oct 22, 2025
img
জামায়াতের রাজনৈতিক দর্শন জাতীয় চেতনার পরিপন্থি : নাসীরুদ্দীন Oct 22, 2025
img
অ্যাটলির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা Oct 22, 2025
img
বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা বলেছি: ট্রাম্প Oct 22, 2025
img

১৫ সেনা কর্মকর্তা প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী

‘প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ’ Oct 22, 2025
img
কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেয়ার প্রচারণাটি গুজব : মন্ত্রণালয় Oct 22, 2025
img
ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল Oct 22, 2025
img
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজনভ্যানেই ট্রাইব্যুনাল ছাড়লেন ১৫ সেনা কর্মকর্তা Oct 22, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মা ইলিশ সংরক্ষন অভিযান, জব্দ ১২ হাজার মিটার জাল Oct 22, 2025
img
পুতিনের সাথে বৈঠক বাতিল, ট্রাম্প বললেন অযথা ‘সময় নষ্ট করতে চান না’ Oct 22, 2025
এসি বাসে সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হচ্ছে Oct 22, 2025
img
ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু আজ Oct 22, 2025
img
কাশফুলের সৌন্দর্যে নিজেকে মেলে ধরলেন বুবলী Oct 22, 2025
img
আরও ২ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস Oct 22, 2025
img
ভয়-ভীতি উপেক্ষা করে নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে হবে : এস এম জিলানী Oct 22, 2025
img
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮ Oct 22, 2025
img
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি Oct 22, 2025
img
গাজার ক্ষমতা কার হাতে থাকবে, এখনও নিশ্চিত নয় : ভ্যান্স Oct 22, 2025