নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুরের কালকিনি পৌরসভা শাখার সাধারন সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখনকে (৩০) সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিখন সরদার পৌরসভার দক্ষিন গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তার বিরুদ্ধে কালকিনি থানা পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২৮ অক্টোবর, ২০২৪ তারিখে আবু সাইদ সরদার লিখনকে তার বাড়িতে খুঁজতে যায় থানা পুলিশ। এ সময় লিখন সরদার ও তার লোকজন মিলে পুলিশের উপর আক্রমন চালায়। এ ঘটনার থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অপরদিকে ২৮ জানুয়ারী, ২০২১ তারিখে লিখন সরদার উপজেলার মৃধাকান্দি এলাকায় মিছিল করার সময় বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি একেএম সোহেল রানার নেতৃত্বে লিখন সরদারকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়।
ওসি সোহেল রানা বলেন, সন্ত্রাস বিরোধী আইনে তাকে আমরা পলাতক অবস্থায় গ্রেফতার করেছি। লিখনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় আরো দুটি মামলা রয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।