ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়ার দৌলতপুর আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে। একই সাথে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্য দিয়ে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কুটির শিল্প স্থাপন ও প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।’
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘কৃষকদের সার ও বীজ ন্যায্য মূল্যে সরবরাহ করা হবে এবং তাদের উৎপাদিত ফসল সরাসরি ঢাকায় বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা ন্যায্য মূল্য পান। দৌলতপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘দৌলতপুরের স্বাস্থ্যসেবা আরো উন্নত করা হবে। চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নতুন হাসপাতাল নির্মাণ করে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা হবে। শিক্ষার মানোন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘কয়েক মাস ধরে লক্ষ করছি একটি পক্ষ বারবার আমাকে ও আমার লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছে। আমি তাদের উদ্দেশে বলতে চায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত সৈনিকদের হুমকি দিয়ে মাঠ থেকে সরাতে পারবেন না। তারেক রহমান ত্যাগী, সৎ ও ক্লিন ইমেজের নেতাকর্মীদের যাচাই-বাছাই করে মনোনয়ন দেবেন। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ মনোনয়ন পাবে না।’
এ সময় তিনি তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিতদের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
ইউটি/টিএ