মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সত্যিই এক মহান সম্মান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, আমরা ইতিমধ্যে অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখন আরো কিছু বিষয়ে একমত হবো।
শি’র উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাকে এখানে পেয়ে আমরা সম্মানিত, ধন্যবাদ।
সিবিএস নিউজের এক সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন কেন তিনি পারমাণবিক পরীক্ষার বিষয়ে নিজের অবস্থান বদলেছেন, তখন তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ।’
সাক্ষাতের আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, তিনি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেন তারা অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম অন্যান্য পরমাণু শক্তিধর দেশের সমান ভিত্তিতে পুনরায় শুরু করে।
এমকে/এসএন