শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর পুনঃপ্রণীত শাকসু প্রবিধান নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে।’
ভিসি আরও বলেন, স্বচ্ছতা, সততা ও নির্ভয়ে নির্বাচন সম্পন্ন করে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/এসএন