নিজের খোলামেলা চিন্তাভাবনা ও স্পষ্ট বক্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী ইশা সাহা। এবারও নিজের মানসিক দৃঢ়তার কথা জানিয়ে আবারো আলোচনার কেন্দ্রে তিনি।
ইশা সাহা বলেন, “আমার কাছে নিজের ভাল থাকাটা গুরুত্বপূর্ণ। দুনিয়া চুলোয় যাক। সমাজের ভয়ে গুমরে মরে গেলাম, এর তো কোনও মানে নেই।”
তার এই মন্তব্যে ফুটে উঠেছে আত্মসম্মান ও আত্মস্বাধীনতার এক দৃঢ় অবস্থান। ইশা মনে করেন, অন্যের চোখে ভালো দেখানোর চেয়ে নিজের মানসিক শান্তি অনেক বেশি প্রয়োজনীয়।
টলিউডের তরুণ প্রজন্মের অনেকেই তার এই কথায় অনুপ্রাণিত হয়েছেন। কেউ কেউ বলছেন, সমাজের বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে নিজের সুখকে প্রাধান্য দেওয়ার সাহস আজকের দিনে এক বড় বার্তা।
এমকে/এসএন