ইতালিতে ধর্ষণের দায়ে জেল খাটছেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবসন ডি সুজার । রবিনহো নামে পরিচিত এই ফুটবলারে নয় বছরের জেল হয়েছে । ২০২৪ সাল থেকে জেলে আছেন তিনি। সাম্প্রতি এক ভিডিও বার্তায় জানিয়েছেন জেলে কেমন কাটছে তার সময়।
৪১ বছর বয়সি এই সাবেক তারকা ফুটবলার আছেন ব্রাজিলের সাও পাওলোর একটি জেলে। এক ভিডিও সাক্ষাৎকারে রবিনহো জানিয়েছেন, আর দশটা কয়েদির মতো তার সঙ্গেও একইরকম আচরণ করা হয়। ফুটবলার ছিলেন বলে আলাদা খাতির করা হয় না।
রবিনহো সাক্ষাৎকারে বলেন, ‘অন্য কারাবন্দিদের মতো আমিও একই খাবার খাই। একই সময়ে ঘুমাতে যাই। ঘুম থেকে উঠি। একই কাজ করি, অন্যরা যা করে। রোববার ছুটির দিনে আমরা ফুটবল খেলার অনুমতি পাই।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফুটবলার আরও বলেন, ‘কোনো বাড়তি সুবিধা দেয়া হয় না আমাকে। শনি অথবা রোববার দর্শনার্থীরা কয়েদিদের সঙ্গে সাক্ষাতের সময় পায়। আমার স্ত্রী কখনও একা আসে না। বাচ্চাদের সঙ্গে নিয়ে আসে। বড় ছেলেটা ফুটবল খেলে। ছোট দুজন মায়ের সঙ্গে আসে। দেড় বছর হলো জেলে আছি। কারও সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি। এমনকি, যখন ফুটবল খেলি তখনও না।’
২০১৩ সালের জানুয়ারিতে এসি মিলানে খেলার সময় ইতালিতে ধর্ষণ-কাণ্ডে জড়িয়ে পড়েন রবিনহো। এরপর ইতালির আদালত তাকে দোষী সাব্যস্ত করে ব্রাজিলে পাঠিয়ে দেয়। দেশে যাওয়ার পরই গ্রেফতার হন রবিনহো। এরপর থেকেই জেলে রয়েছেন তিনি।
টিএম/এসএন