"ক্রসফায়ারের" তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তেলঙ্গানায় তরুণী চিকিৎসককে গণধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তদের ক্রসফায়ারে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বি আর অম্বেডকরের মৃত্যুবার্ষীকিতে মেয়ো রোডের একটি অনুষ্ঠান তিনি এই নিন্দা প্রকাশ করেন।

তিনি বলেন, নারীদের উপর যে কোনও ধরনের অত্যাচার মেনে নেয়া হবে না। তেমনই তিনি আইন নিজের হাতে তুলে নেওয়াকেও সমর্থন করেন না। এই ধরনের ঘটনায় সাত থেকে ১০ দিনের মধ্যে পুলিশকে চার্জশিট দিতে হবে। এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।

উল্লেখ্য, ২৭ নভেম্বর ভারতের হায়দরাবাদ প্রদেশে এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয়। শুক্রবার ভোরে অভিযুক্ত চার জন "ক্রসফায়ারে" মারা যান।

 

টাইমস/টিএইচ

Share this news on: