এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগের লড়াইয়ে ভারত মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষের নিয়মরক্ষার এ ম্যাচ দিয়ে শেষ হবে জামাল ভূঁইয়াদের এ বছরের খেলা। মঙ্গলবার রাত ৮টায় হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখাবে আইস্ক্রিনে।
শনিবার সফরকারী দলটি বাংলাদেশে এসেই রোববার অনুশীলন সেশন করবে। তবে সেটি থাকবে রুদ্ধদার অনুশীলন। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই। এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ ‘সি’র এই ম্যাচের জন্য ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে ক্যাম্প করছে টিম ইন্ডিয়া।
হামজা চৌধুরী-জামাল ভুঁইয়াদের বিপক্ষে লড়াইয়ের আগে ভারতীয় দলে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসকে। তবে রায়ানের খেলা এখনও নিশ্চিত নয়। তার অন্তর্ভুক্তি নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া থেকে এনওসি এবং ফিফা ও এএফসি থেকে অনুমোদনের ওপর।
বাছাইপর্ব পেরিয়ে অবশ্য মূলপর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। চার ম্যাচ খেলে দুদলই পেয়েছে কেবল দুইটি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে ভারত। তিনে বাংলাদেশ।
আইকে/টিএ