বলিউডের কিংবদন্তি শাহরুখ খান সম্প্রতি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে একটি অনুপ্রেরণামূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, “হিন্দি ছবির মতই, সবার শেষে সবকিছু ঠিক হয়ে যায়। আর যদি ঠিক না হয়, তাহলে ওটা শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায় দোস্ত।”
শাহরুখের এই বক্তব্য জীবনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আশার বার্তা বহন করে। তাঁর মতে, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, সবকিছু সমাধানযোগ্য। যদি কোনো সমস্যা এখনো সমাধান না হয়েছে, তবে তা শেষ নয়; আগামী দিনে সব ঠিক হয়ে যাবে।
অভিনেতা আরও যোগ করেন, এই দৃষ্টিভঙ্গি শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং সমাজ ও কর্মজীবনের জন্যও প্রযোজ্য। জীবনের প্রতিটি অধ্যায়ে ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং বিশ্বাসই মানুষের পথকে উজ্জ্বল করে। শাহরুখ খানের এই মন্তব্য অনুপ্রেরণা দেয়, যে জীবন কোনো সিনেমার মতো, যেখানে শেষ পর্যন্ত গল্পটি সুন্দরভাবে সমাপ্ত হয়।
আইকে/টিএ