বলিউডের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি জীবনের মূল্যবোধ এবং সমাজে পরিবর্তনের প্রভাব নিয়ে গভীর মন্তব্য করেছেন। তিনি বলেন, “মা-বাবা যে শিক্ষা দেন, সেটাই শ্রেষ্ঠ। সেটাই মনে করে বড় হয়েছি। কিন্তু এখন, অনেক মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছি।”
অভিনেতার মতে, বর্তমান সময়ে প্রায়শই মানুষ জীবনের প্রাথমিক শিক্ষা, নৈতিকতা এবং পারিবারিক মূল্যবোধ ভুলে যায়। সেই কারণে সমাজে বয়স্ক মা-বাবার সঙ্গে অনেক সময় অন্যায় বৃদ্ধি পাচ্ছে। মিঠুন চক্রবর্তী এই পরিস্থিতিকে দুঃখজনক মনে করেন এবং মনে করিয়ে দেন, প্রজন্ম নতুন হলেও পুরনো শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব কখনো কমে যায় না।
মিঠুন চক্রবর্তির মন্তব্য শুধু পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করে নয়, বরং সমাজের নৈতিক অবনতি ও সহনশীলতার অভাবের দিকে ইঙ্গিত রাখে। তিনি বিশ্বাস করেন, প্রতিটি মানুষের উচিত পরিবার থেকে পাওয়া শিক্ষা মনে রাখা এবং তা সমাজে প্রয়োগ করা, যাতে অন্যায় ও অসদাচরণ কমানো যায়।
আইকে/টিএ