বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, ‘জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে গিয়েছে। তার আপসহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে চিকিৎসা নিতে দেননি।
আমরা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় আবারও দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন।’
উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, সদস্য মো. শাহজাহান, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপুসহ প্রমুখ।
এমকে/এসএন