ফাতিমা সানা শেখের নতুন ছবি মুক্তি পেতে আর মাত্র কয়েক দিন বাকি। এই সময়টায় নিজের কাজের প্রচারের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ সামাজিক ভুল–বোঝাবুঝি নিয়েও মুখ খুললেন তিনি।
২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি গুস্তাখ ইশক। ঠিক এই মুহূর্তেই তিনি মনে করলেন, নারীবাদ নিয়ে যে দীর্ঘদিনের বিভ্রান্তি সমাজে রয়ে গেছে, সেটি নিয়ে কথা বলার এটাই উপযুক্ত সময়।
ফাতিমার ভাষায়, মানুষের বড় সমস্যা হলো, শব্দটির সঠিক অর্থই তারা বোঝে না। যেন নারীবাদ মানেই পুরুষবিদ্বেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা নানা ধরনের ঠাট্টা, মশকরা, ভিডিও আর স্ট্যাটাসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক পুরুষ নারীবাদ থেকে দূরে থাকতে চান, অথচ বিষয়টি যে মূলত সমতার কথা বলে, তা তারা জানেন না বা জানতে চান না।
নারীর পথচলা, সাহস, স্বাধীনতা, এসব নিয়ে তৈরি তাঁর আগের ছবি ঢাক ঢাক, এর প্রসঙ্গও তুললেন তিনি। বললেন, এই ছবিটি কিন্তু লিখেছিলেন একজন পুরুষ পরিচালক। অর্থাৎ সংবেদনশীলতা, বোঝাপড়া, সহমর্মিতা, এসব গুণ লিঙ্গ দিয়ে আলাদা করা যায় না।
এদিকে নতুন ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বিজয় বরমা, নাসিরুদ্দিন শাহ ও শরিব হাসমি। পরিচালনায় বিভু পুরী। গল্পে যেমন আবেগ রয়েছে, তেমন সমাজকে ভাবিয়ে তোলার মতো কথাও আছে। ফাতিমা তাই বিশ্বাস করেন, তাঁর চরিত্রও দর্শকদের সামনে আরও একবার নতুন আলো ফেলবে, যেভাবে তিনি নিজের ভাষ্য দিয়ে আলো ফেলছেন নারীবাদের প্রকৃত অর্থে।
আইকে/টিএ