পাকিস্তানের ভাইরাল গার্ল আয়েশা আজহার, যিনি “মেরা দিল ইয়ে পুকারে আজা” গানের নাচের মাধ্যমে আলোচনায় আসেন। এবার পাকিস্তানের জনপ্রিয় এই টিকটকার জানালেন তিনি ভারতের এক ব্যক্তির কাছ থেকে অদ্ভুত একটি বিয়ের প্রস্তাব পেয়েছেন।
সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে তিনি জানান, ওই ভারতীয় ব্যক্তি তার বাবার বয়সী। তবুও তিনি আয়েশাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বলেন তিনি নাকি মন থেকে তাকে অর্ধেক বিয়ে করেছেন এখন শুধু বাকি অংশের জন্য আয়েশার সম্মতি চান। আয়েশা জানান, ওই ব্যক্তি তার ভিডিও দেখে মুগ্ধ হয়ে এক লাখ পাঁচ হাজার রুপি যৌতুক দেয়ার প্রস্তাবও দেন।
সাক্ষাৎকারে আয়েশা জানান, তিনি ম্যাট্রিক পাস করলেও পড়াশোনায় খুব একটা ভালো নন। তিনবার ফেল করার পর বন্ধুরা জোর করায় তিনি পরীক্ষায় পাশ করতে পেরেছেন। এখন তিনি পড়াশোনার থেকে বেশি মনোযোগ দিতে চান মডেলিং ক্যারিয়ারে। তার ভাষায়, এই মুহূর্তে আমি পড়াশোনার বাইরে কিছু করতে চাই। মডেলিং আমার প্যাশন।
সাক্ষাৎকারে আয়েশা জানান, তিনি ম্যাট্রিক পাস করলেও পড়াশোনায় খুব একটা ভালো নন। তিনবার অকৃতকার্য হওয়ার পর বন্ধুরা জোর করায় তিনি পরীক্ষায় পাশ করতে পেরেছেন। এখন তিনি পড়াশোনার থেকে বেশি মনোযোগ দিতে চান মডেলিং ক্যারিয়ারে। তিনি বলেন, এই মুহূর্তে আমি পড়াশোনার বাইরে কিছু করতে চাই। মডেলিং আমার প্যাশন।
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর মাসে এক বন্ধুর বিয়েতে পুরোনো বলিউড গান “মেরা দিল ইয়ে পুকারে আজা”-তে আয়েশার নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাতারাতি তিনি পাকিস্তানসহ ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পুরোনো বলিউড গানগুলোকে আবার আলোচনায় আনার কৃতিত্বও অনেকেই তাকে দেন। বর্তমানে তিনি টিকটক ও ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় এবং মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চান।
সূত্র: এআরওয়াই
এমআর/টিএ