নিজের বিভিন্ন ছবিতে বিভিন্ন সময় পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গিয়ছে তাঁকে। তিনি বলিউডের জনপ্রিয় ও বিতর্কিত পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)। নিজের ছবিতে বিভিন্ন সময় যৌনতা, সম্পর্ক, আবেদন সবমিলিয়ে এক আলাদা ‘এক্সপেরিমেন্ট’ করতে বরাবর দেখা গিয়েছে পরিচালককে। তাঁর সিংহভাগ ছবিতে সেই ছায়া দেখেছেন দর্শক। এবার সেরকমই এক ছবি নিয়ে অতীতচারণা করলেন রামগোপাল বর্মা। নিজের বহু বিতর্কিত ‘নিঃশব্দ’ ছবি নিয়ে এবার মুখ খুললেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রামগোপাল বর্মা। অকপট স্বীকারোক্তিতে তিনি বললেন ওই ছবিতে ‘;ঘনিষ্ঠ দৃশ্যে অমিতাভ বচ্চনকে অভিনয় করানো ভুল হয়েছিল। অমিতাভ বচ্চন আর জিয়া খানের ঘনিষ্ঠ দৃশ্য ছবিতে রাখার মতো ভুল আর কিছুই হতে পারে না’। হঠাৎ কেন এই স্বীকারোক্তি রামগোপালের?

২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালনায় ‘নিঃশব্দ’। যা রীতিমতো বিতর্কিত এক ছবির তালিকায় নাম লিখিয়েছিল। শুধু তাইই নয়, পরিচালকের ‘আগ’, ‘সরকার’র মতো ছবিতেও অভিনয় করেছিলেন অমিতাভ। কিন্তু ‘নিঃশব্দ’ নিয়ে যে আক্ষেপের সুর পরিচালকের কণ্ঠে তা বেশ অন্যরকম। সম্প্রতি এক সাক্ষাৎকারে রামগোপাল বর্মা বলেন, ‘নিঃশব্দ ছবির চরিত্রের সঙ্গে অমিতাভ বচ্চনের ইমেজ একেবারেই মেলে না। তাঁকে এই ছবিতে এইধরণের চরিত্রে অভিনয় করানো একেবারেই উচিত হয়নি আমার। শুধু তাই নয়, নিঃশব্দ সেভাবে ব্যবসাও করতে পারেনি।’
রামগোপাল বর্মা আরও বলেন, ‘আমি এটা মানি যে এটা আমার ছবিগুলোর মধ্যে অন্যতম একটি। এই ছবি নিয়ে অনেক পরীক্ষানিরীক্ষা করেছি আমি। গল্পো সেভাবেই বুনেছিলাম। তবে সব কিছুর পরো আমার মনে হয়েছে অভিনেতা পছন্দ করার ক্ষেত্রে আমি আরও একটু ভাবতে পারতাম। অমিতাভ বচ্চনকে আমার এই ছবির জন্য নেওয়া একটা ভুল ছিল। উল্লেখ্য, এই ছবিতে অমিতাভ বচ্চন, জিয়া খান ছাড়াও অভিনয় করেছিলেন রেবতী, আফতাব শিব্দাসানি প্রমুখ।
এবি/টিকে