অভিনেত্রী মৌবনী সরকার সম্প্রতি ধুমধাম করে বিয়ে করেছেন এবং এখন সবে দুই দিন শ্বশুরবাড়ি চন্দননগরে পৌঁছেছেন। নতুন পরিবেশে অভ্যস্ত হতে কোনও অসুবিধা হচ্ছে না তার। বরং সবটাই নিজের বলে মনে হচ্ছে অভিনেত্রীর। তিনি জানালেন, তার স্বামী সৌম্য একজন অত্যন্ত ভদ্র এবং যত্নশীল মানুষ। পাশাপাশি তিনি যত সম্মান দেখান, তা মৌবনীর বিশেষভাবে প্রিয়। সাধারণত ছেলেরা ‘ব্র্যাট’ আচরণ করে, তবে তার স্বামী সেই রকম নন। বরং ভুল ধরিয়ে দিয়ে সাহায্য করেন, যা তাকে আনন্দ দেয়।
বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম রান্নার অভিজ্ঞতাও মধুর। শাশুড়ি তাকে পায়েস রাঁধতে বললেও, মৌবনী অভিনেত্রী হিসেবে মজাদারভাবে খুন্তি ধরে নড়ে দেন। এই মুহূর্তের অভিজ্ঞতা শ্বশুরমশাই ভিডিও করে রাখেন।
মধুচন্দ্রিমার পরিকল্পনাও চলছে। চন্দননগরের ফরাসি সংস্কৃতির প্রভাব দেখে মৌবনী মুগ্ধ হয়েছেন। তাই মধুচন্দ্রিমায় ফ্রান্সে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি আরও জানান, যদিও বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতি রয়েছে, শান্তি ফিরুক সেদিকেই তার আশা।
বিয়ের পরে তিনি দিনগুলো উপভোগ করছেন। ফুরফুরে অনুভূতি, সকালে উঠে কবিতা লেখা বা ছবি আঁকার ইচ্ছে প্রকাশ করছেন। সবসময় পাশে থেকে স্বামী তার প্রতি ভালোবাসা ও সুরক্ষা প্রদর্শন করছেন।
আরপি/টিকে