অভিনেতা ও সাংসদ দেবের সঙ্গে সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলির সম্পর্ক বহু বছরের পুরনো। টলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এবার দেবের বাড়িতে হানা দেওয়ার হুমকি দিলেন জিৎ। কেন? হঠাৎ কি হলো দুই তারকার মধ্যে?
না, ব্যাপারটা যতটা গুরুতর মনে করা হচ্ছে ঠিক ততটা কিন্তু গুরুতর নয়। সম্প্রতি দেবের আসন্ন সিনেমা ‘প্রজাপতি’ নিয়ে কথা বলতে গিয়ে জিৎ সেখানে দেবের বিয়ের প্রসঙ্গ টেনে আনেন। দেবকে তিনি নিজের ভাইয়ের মতো দেখেন, তাই ভাইয়ের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তিনি।
জি বাংলার সারেগামাপা এর শুটিংয়ের ফাঁকে সিনেমাটি নিয়ে বলতে গিয়ে জিৎ বলেন, ‘আমি এই মুহূর্তে চাই দেবের গায়ে অনেক প্রজাপতি বসুক। আমার ভাইয়ের বিয়ে নিয়ে আমি ভীষণ চিন্তিত।
আমি চাই এবার আমার ভাইয়ের বিয়েটা হোক। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে ওকে বিরক্ত করতে শুরু করো। সবাই মিলে জানতে চাও যে, ও কবে বিয়ে করবে?’
এ সময় জিৎ আরো বলেন, ‘আমি কিন্তু সবাইকে ওর ঠিকানা পাঠিয়ে দেব ও যদি বিয়ে না করে। সবাই মিলে ওর বাড়িতে হানা দাও।
আমি নিজে গিয়ে ওর বাড়িতে প্রজাপতি ছেড়ে দিয়ে আসব। আমি চাই এবার দেবের গায়ে প্রজাপতি বসুক। এবার অন্তত ওর বিয়েটা হোক।’ সদ্যই অন্তর্জালে মুক্তি পেয়েছে প্রজাপতি ছবির গান, যে গানে সুর দিয়েছেন জিৎ।
প্রসঙ্গত, শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেব।
তবে দীর্ঘসময় একে অপরের সঙ্গে থাকার পরেও এখনো বিয়ে নিয়ে কিছু ভাবছেন না অভিনেতা। তবে যখন টলিউডের প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর বিয়ে হয়ে গেছে বা সন্তান হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে দেবের এখনো কেন বিয়ে হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই।
যদিও বিয়ে নিয়ে প্রশ্ন করতেই দেব বরাবরই বলে এসেছেন যে, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। আপাতত নিজের ক্যারিয়ার নিয়েই চিন্তাভাবনা করছেন তিনি।
এবি/টিকে