মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো’র মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ, যুক্তরাজ্য ও মালদ্বীপের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, ভারত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো মালদ্বীপে তার কূটনৈতিক মিশনের অগ্রাধিকার, লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ঢাকায় তার পূর্ববর্তী দায়িত্বকালের অভিজ্ঞতা ও বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের প্রশংসা করেন।
বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে তাদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে মালদ্বীপ সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। আলোচনায় নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে সহযোগিতা বৃদ্ধি, শ্রমিক অধিকার সুরক্ষা এবং মানব নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
পাশাপাশি মালদ্বীপের জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যৌথ সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। উভয় হাইকমিশনার কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা মনে করেন, নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও যৌথ উদ্যোগ বাংলাদেশ, যুক্তরাজ্য ও মালদ্বীপের ত্রিমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে অবদান রাখবে।
কেএন/এসএন