বলিউডের সুপারস্টার সালমান খান নিজের জীবনের অন্তর্দৃষ্টি ও ব্যক্তিগত অনুভূতির কথা খুলে বলছেন। তিন দশকের বেশি সময় ধরে পর্দায় রাজত্ব করা সত্ত্বেও তিনি জানিয়েছেন, অভিনয় বলতে যা বোঝায়, তা তিনি কখনও করতে পারেননি। সালমানের ভাষায়, ‘‘আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব কিছু করতে পারলেও অভিনয়টা শিখতে পারিনি। আমি যা করি, সেটা আমার নিজের অনুভূতির প্রকাশ মাত্র।’’
এই মন্তব্যে মজা বা বিস্ময় প্রকাশ করতে পারেন অনেকে, কারণ দীর্ঘ সময়ে তিনি অসংখ্য বাণিজ্যিক সফল ছবি উপহার দিয়েছেন। একটি সময় বলাই হতো, সালমান পর্দায় এলে ছবি ‘হিট’ হয়। তবে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি কাঁদতেও পারেন না এবং মনে করেন, যদি তিনি কাঁদেন, মানুষ সেটা দেখে হয়তো হাসবে। ‘‘আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে,’’ যোগ করেন সালমান।
দর্শকরা যদিও এই মন্তব্যের সঙ্গে একমত নন। তাঁর চোখের জল ও আবেগের দৃশ্য বহুবার হৃদয় ছুঁয়েছে। ‘তড়প ত়ড়প কে’ বা ‘তেরে নাম’ ছবির কষ্টের মুহূর্তগুলো দর্শকদের মনে এখনও জীবন্ত। অনুরাগীরা দাবি করেন, সালমান কাঁদলে তাঁর অনুভূতি তাঁদেরও ছুঁয়ে যায় এবং তারা চোখ ভেজে তাকান।
সালমানের এই খোলামেলা স্বীকারোক্তি শুধুই তারকা হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ। এত বছরের খ্যাতি, অভিনয় এবং দর্শকপ্রেমের পরও তিনি ব্যক্তিগতভাবে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণের সীমায় রেখেছেন, তা স্পষ্ট হয়ে উঠেছে।
এমকে/টিএ