এক ফ্রেমে হলিউডের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এবং বলিউডের ভাইজান! বিশ্বের দুই দাপুটে সিনেমা ইন্ডাস্ট্রির দুই তারকার রেড কার্পেট মুহূর্ত ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় ফেলেছে!
২০২৫ সাল শেষের পথে, আর বছরের বিদায়ে ভক্তদের জন্য রেখে গেল এমন এক ছবি, যা সালমান খানের অনুরাগীরা বহু বছর ধরে আগলে রাখবেন।
বর্তমানে সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হয়েছেন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রতিদিনই উৎসব থেকে ছড়িয়ে পড়ছে তারকাদের ছবি ও ভিডিও।
তবে এর মধ্যেই ‘বছরের অন্যতম ছবি’ তকমা পাওয়ার মতো এক ফ্রেম সামনে এসেছে— যেখানে একসঙ্গে পোজ দিয়েছেন সালমান খান ও পাইরেটস অব দ্য ক্যারিয়ান খ্যাত অভিনেতা জনি ডেপ।
ছবিতে দু’জনকেই দেখা গেছে দারুণ স্টাইলিশ লুকে। সালমান খান পরেছেন নীল রঙের স্যুট, সঙ্গে মানানসই শার্ট ও প্যান্ট। অন্যদিকে জনি ডেপ ধূসর কোটের সঙ্গে কালো শার্ট, গলায় স্কার্ফ, গোলাপি আভাযুক্ত চশমা আর লম্বা চুল—সব মিলিয়ে তার চিরচেনা ক্যারিশমা।
এই যুগলবন্দি দেখে নেটিজেনরা রীতিমতো উচ্ছ্বসিত। হাজার হাজার সালমান ও ডেপ ভক্তরা ছবিটি শেয়ার করে দিচ্ছেন মতামত।
এদিকে জনি ডেপ ছাড়াও এই উৎসবে হলিউড অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গেও সাক্ষাৎ হয় সালমানের। ইদ্রিস এলবাকে রেড সি অনারারি অ্যাওয়ার্ড প্রদান করতে গিয়ে সালমান বলেন,“এখানে এসে আমি খুবই আনন্দিত। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে থাকতে পেরে গর্বিত।
এত প্রতিভাবান একজন অভিনেতাকে পুরস্কার দিতে পারাটা আমার জন্য সম্মানের। আমি তার সিনেমা দেখেছি, তার কাজ পছন্দ করি। থিয়েটারে যেমন দেখেছি, তেমনি বন্ধু ও পরিবারের সঙ্গে বাড়িতেও তার সিনেমা উপভোগ করেছি। দয়া করে স্বাগত জানান ইদ্রিস এলবাকে।”
কাজের দিক থেকে সালমান খান বর্তমানে ব্যস্ত তার আসন্ন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’–এর শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।
আইকে/টিএ