ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর থেকে মৌলভীবাজারের ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি-৪৬ ব্যাটালিয়ন। পাশাপাশি সন্দেহজনক এলাকার রাস্তা-ঘাট ও স্থানভেদে তল্লাশি কার্যক্রমও চালাচ্ছে। বিজিবি জানিয়েছে, হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা কোনোভাবে যাতে সীমান্ত পাড়ি না দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিজিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়া যেসব স্থান দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে।
বিজিবি-৪৬ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজার জেলার ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি অন্যান্য অবৈধ পারাপার বন্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নজরদারি করা হচ্ছে।
এমআর/টিকে