যুবভারতী কাণ্ডে স্ত্রীর জন্য প্রতিবাদী হলেন রাজ

লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পাওয়ার আক্ষেপে শনিবার রণক্ষেত্র হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati Chaos)! হাজার হাজার টাকার টিকিট কেটেও ফুটবলের ভগবানকে একঝলক দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পরেছেন শহরবাসীর একাংশ। কারণ এদিন মাঠে মেসি এলেও তাঁকে ঘিরে থাকেন বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা। আর তার ফলেই একঝলকও ময়দানের হিরোকে চাক্ষুষ করার সুযোগ হয়নি আমজনতার। এসব কিছুর মধ্যেই আগুনে ঘৃতাহুতি দিয়েছিল টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) পোস্ট করা ছবি। সোশাল মিডিয়ায় পোস্ট করা শুভশ্রীর সেই ছবিতে দেখা গিয়েছিল মেসির সঙ্গে পোজ দিতে। শুধু তাইই নয়, একই সঙ্গে তাঁর আপ্ত-সহায়ককেও দেখা গিয়েছিল ছবি তুলতে। যা নিয়ে সোশাল মিডিয়া জুড়্রে উঠেছিল নিন্দার ঝড়। যা এখনও থামেনি বলা চলে। এই আবহে স্ত্রী-নায়িকা শুভশ্রীর জন্য ব্যাট ধরলেন তাঁর স্বামী তথা তারকা পরিচালক রাজ চক্রবর্তী। উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। আগামী চোদ্দো দিন তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

রবিবাসরীয় দুপুরে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাজ। যার শুরুতেই তিনি শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনার সমালোচনায় মুখর হন তিনি। ঘটনার সমালোচনা করে তিনি লেখেন, ‘প্রথমেই বলি, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল – মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কী মেসি-র জনিপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল।’ এককথায় বলা যায় নিজের শহরে, বাঙালির সেরা খেলা ফুটবলের মাঠে ঘটে যাওয়া এদিনের ঘটনার তীব্র সমালচনা করেছেন তিনি। বুঝিয়েছেন ফুটবলের প্রতি বাঙালির আবেগকে যে কোনও প্রকারে তুচ্ছ করে দেওয়া যায় না।

একইসঙ্গে তিনি এও বুঝিয়েছেন যে, একজন নারী বলে ও শুধুমাত্র বিনোদুনিয়ার সঙ্গে জুড়ে রয়েছেন বলেই একজন মানুষকে যা ইচ্ছে তাই বলা যায় না। শনিবার শুভশ্রী ছবি পোস্ট করার পর থেকেই তাঁকে নিয়ে চলেছে ট্রোল ও মিমের বন্যা। তা নিয়েই একপ্রকার ক্ষোভপ্রকাশ করে রাজ যা লেখেন তার সারমর্ম এই, ‘হাজার হাজার মানুষ এদিন মেসিকে দেখতে এসেছিলেন বহুমূল্য টিকিটের বিনিময়ে। আর তারপরও যদি তাঁরা মেসিকে একঝলক দেখতে না পান তাহলে তো ক্ষোভ জন্মানোটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকেই না জেনে অনেক কিছু মন্তব্য করছেন কাল থেকে যে, একজন অভিনেত্রীর ওখানে থাকার কী দরকার? তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না?

একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারো ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছন, একটা অল্টারনেট ন্যারাটিভ তৈরি করছেন রাজনৈতিক নেতারা এবং কিছু সংখ্যক মিডিয়া। গতকাল কিন্তু মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল মাঠে। তারা কী করছিলেন? তারাই বা আড়ালে থেকে যাচ্ছেন কেন? এদিকে পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত? শুভশ্রী নিজেও গতকালের এই ঘটনায় আহত। ও আপনাদের মতোই মেসিকে দেখতে গিয়েহিল।”

রাজের এই পোস্টে উপচে পড়েছে নেটিজেনদের কমেন্টের ভিড়। শনিবারের মতোই ফের রাজ ও শুভশ্রীর প্রতি একপ্রস্থ ক্ষোভ উগরে দিয়েছেন ফের সকলে। ফের এই পোস্টে উঠে এসেছে হাজার হাজার টাকা খরচ করে মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ আবারও। শনিবার শুভশ্রী ছবি পোস্ট করতেই ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন’, তো কেউ বা আবার শুভশ্রীকে ‘সময়জ্ঞানে’র পাঠ পড়ালেন। তাঁদের মন্তব্য, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখম এমতাবস্থায় মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ কেউ কেউ আবার শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’-এর মতো কমেন্ট।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতকারী দেশ ত্যাগ করে বের হতে পারবে না Dec 18, 2025
img
অমিতাভকে ব্যক্তিগত প্রশ্নে চমকে দিলেন কার্তিক! Dec 18, 2025
img
বিনা অনুমতিতে নির্বাচন নিয়ে সভায় সৌদিতে আটক কয়েকজন বাংলাদেশি Dec 18, 2025
img
বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের বিরুদ্ধে লড়বে সরকার : গভর্নর Dec 18, 2025
img
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস Dec 18, 2025
img
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া Dec 18, 2025
img
১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ Dec 18, 2025
img
আরও ভয়াবহ সংকটে গাজাবাসি Dec 18, 2025
img
মাগুরায় আ.লীগ নেতা রেজাউল গ্রেপ্তার Dec 18, 2025
img
বাংলাদেশি শিল্পীদের কাজ ‘চেটেপুটে খাই’ : সোহিনী Dec 18, 2025
img
৩৭১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার, আর্চারের ৫ উইকেট Dec 18, 2025
img
আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ Dec 18, 2025
img
৩ জেলায় দুদকের দুর্নীতি বিরোধী অভিযান Dec 18, 2025
img
নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল Dec 18, 2025
img
নীলফামারীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার Dec 18, 2025
img
ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর আঘাত : আল মামুন Dec 18, 2025
img
মেক্সিকোর পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি Dec 18, 2025
img
চেষ্টার পথেই বিশ্বাসী প্রতীক সেন Dec 18, 2025
img
ফের ভোটের মাঠে তৃতীয় লিঙ্গের রানী Dec 18, 2025
img
সব সময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন : শাবনূর Dec 18, 2025