জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) মানেই অমিতাভ বচ্চনের সেই দরাজ কণ্ঠ আর সম্মোহনী উপস্থাপনা। দীর্ঘ দিন ধরে চলা এই শোয়ের ১৭তম সিজনের পর্দা নামলো গত শুক্রবার।
সিজনের অন্তিম পর্বে এসে আবেগ ধরে রাখতে পারলেন না বলিউডের শাহেনশাহ। দর্শকদের ভালোবাসা আর দীর্ঘ পথচলার স্মৃতি রোমন্থন করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশে বিগ বি বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আমার জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় অতিবাহিত করেছি। এটি আমার জন্য শুধু বড় পাওয়া নয়, বরং অত্যন্ত সৌভাগ্যের বিষয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই দীর্ঘ যাত্রায় আপনারাই ছিলেন আমার একমাত্র সঙ্গী।’
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অমিতাভ আরও বলেন, ‘এই সিজনের শেষ লগ্নে এসে শুধু এটুকুই বলতে চাই- আপনারা থাকলে এই শো থাকবে, আর এই শো থাকলে আমিও থাকব। আপনাদের এই অকুণ্ঠ সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।’
এদিকে প্রিয় সঞ্চালকের এমন আবেগঘন বিদায় সোশ্যাল মিডিয়ায় ছুঁয়ে গেছে ভক্তদের। অনেকেই পুরোনো স্মৃতি শেয়ার করে লিখেছেন, কেবিসি-র সঙ্গে তাদের বন্ধুত্ব বহু বছরের। কেউ কেউ তো সিজন ১৮-এর দিনক্ষণ গোনাও শুরু করে দিয়েছেন।
আরআই/টিকে