ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া ডেল্টা ফোর্স আসলে কারা?

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কে স্ত্রী সহ তার প্রাসাদ থেকে ধরে নিয়ে আসা ডেল্টা ফোর্স আসলে কারা? কতটা শক্তিশালী? চলুন দেখি..

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় বিশেষ বাহিনী। তারা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং কাস্টমাইজড অস্ত্র ব্যবহার করে। তাদের প্রযুক্তির নাগাল সাধারণ সেনাবাহিনী পায় না। ডেল্টা ফোর্সে যোগ দেওয়া বিশ্বের কঠিনতম কাজগুলোর একটি। শত শত আবেদনকারীর মধ্যে মাত্র ৩-৫% টিকে থাকে। ডেল্টা ফোর্সের সদস্যরা একাধারে প্যারাশুটিং, স্কুবা ডাইভিং, বোমা নিষ্ক্রিয়করণ এবং একাধিক ভাষা ও সংস্কৃতিতে দক্ষ হয়। যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সেরাদের সেরা যোদ্ধা বাছাই করে এই ফোর্সে আনা হয়।



অর্থাৎ জলে স্থলে অন্তরীক্ষে তারা অভিযানে অত্যন্ত দক্ষ এবং নিখুঁত নিশানা করে। ২০০৩ সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তারাই ধরেছিল। ২০১৯ সালে সিরিয়ায় আইএস প্রধান বাগদাদিকে শেষ করার অপারেশনটি ডেল্টা ফোর্স পরিচালনা করেছিল।

ডেল্টা ফোর্সের ইতিহাস ও অপারেশনগুলো এতই রোমাঞ্চকর যে হলিউডের বহু সিনেমা যেমন: Black Hawk Down তাদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

এদের বলা হয় "Quiet Professionals"। এরা অনেক বেশি গোপনীয়তা বজায় রাখে এবং সাধারণত লোকচক্ষুর অন্তরালে থেকে টার্গেটেড অপারেশন করে। তাদের ইউনিফর্ম দেখেও সনাক্ত করা সম্ভব হয় না। অভিযানে তারা প্রায়ই সাধারণ মানুষের পোশাক বা দাড়ি রেখে কাজ করে যাতে ভিড়ের মধ্যে মিশে যেতে পারে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য বলছে, ডেল্টা ফোর্সের অস্তিত্ব দীর্ঘকাল গোপন রাখা হয়েছিল। এদের প্রধান কাজগুলো হলো, বিশ্বের যেকোনো প্রান্তে সন্ত্রাসীদের নির্মূল করা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জিম্মিদের উদ্ধার করা।

শত্রু শিবিরের ভেতরে ঢুকে তথ্য সংগ্রহ বা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা।

বড় মাপের সন্ত্রাসী বা শত্রু নেতাদের আটক বা খতম করা।

মার্কিন যুক্তরাষ্ট্র নেভি সিলসহ সামরিক কিছু নথিপত্র দেখা যায়, এই বিশেষ বাহিনীর সদস্য সংখ্যা মাত্র ৫০০ থেকে ১০০০ জন। পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা বিভাগ দীর্ঘকাল ডেল্টা ফোর্সের অস্তিত্ব অস্বীকার করে এসেছে। তারা একে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকে।

ডেল্টা ফোর্সের কোনো সরাসরি নিয়োগ নেই। কেউ চাইলেই সিভিলিয়ান থেকে ডেল্টা ফোর্সে যেতে পারবে না। এর সদস্যরা মূলত আসে মার্কিন সেনাবাহিনীর "Army Rangers" এবং "Special Forces (Green Berets)" থেকে। অর্থাৎ, তারা আগে থেকেই যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সেরাদের সেরা যোদ্ধা।

বলা হয়ে থাকে, বিশ্বের যেকোনো প্রান্তে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে, ডেল্টা ফোর্সের একটি ইউনিট মাত্র ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকে। তাদের নিজস্ব বিমান বহর এবং অত্যন্ত গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা সাধারণ রাডারে ধরা পড়ে না।



১৯৮৯ সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে ধরার সময় ডেল্টা ফোর্স একটি জেলখানায় হানা দিয়ে মার্কিন নাগরিক কার্ট মিউজকে উদ্ধার করে। এই অপারেশনটি এতই নিখুঁত এবং দ্রুত ছিল যে, শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই ডেল্টা টিম হেলিকপ্টারে করে জিম্মিকে নিয়ে উধাও হয়ে যায়।

ঠিক একই রকম ঘটনা ঘটেছে মাত্র ২৪ ঘন্টার মধ্যে বিশ্বে। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট এর বাসভবনে ঢুকে যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন সেখানকার সেনাবাহিনী বুঝতেও পারেনি। 

ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। সমালোচনা উঠেছে মার্কিন এই বিশেষ বাহিনী নিয়ে।

মার্কিন অভিযানে যুক্তরাজ্য "কোনওভাবেই জড়িত ছিল না" বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিউইয়র্কের পথে আছেন।

ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন-আমি নিশ্চিত তাঁরা এটি উপভোগ করেছেন। তবে তাঁরা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।’

মাদুরোকে কী বিকল্প দেওয়া হয়েছিল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘মূলত আমি বলেছিলাম, আপনাকে হার মানতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’

এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি (মাদুরোর সঙ্গে কথা বলা) একটি খুব গুরুত্বপূর্ণ সংকেত ছিল। আমরা আলোচনাও করেছিলাম। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি বলেছিলাম, হার মানতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’

টিকে/


Share this news on:

সর্বশেষ

সুসময়ে মুমিনের করণীয় | ইসলামিক টিপস Jan 07, 2026
img
আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া: রাশেদ খাঁন Jan 07, 2026
img
মনিকা ও তহুরার শাস্তির বিরুদ্ধে আপিল Jan 07, 2026
img
উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি Jan 07, 2026
img
ত্রুটি সংশোধন না হলে বাতিল হবে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি Jan 07, 2026
img
আজ সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরের জন্মদিন Jan 07, 2026
img
ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 07, 2026
img
খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না : রুমিন ফারহানা Jan 07, 2026
img
বিস্তারিত জানতে আইসিসির চিঠি, আজই জবাব দেবে বিসিবি Jan 07, 2026
img
আমি চাই সাকিব বাংলাদেশে ফিরুক ও এখানে খেলুক: মইন আলি Jan 07, 2026
img
এনসিপিকে ১০ আসন ছাড়ের খবরে ডা. তাহেরের মন্তব্য Jan 07, 2026
img
মাঘের আগেই 'কাঁপানো শীত', শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য Jan 07, 2026
img
সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পাব: মাচাদো Jan 07, 2026
img
ভেনেজুয়েলার ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ Jan 07, 2026
img
মাদুরো আমার নাচ নকল করে: ট্রাম্পের নতুন অভিযোগ Jan 07, 2026
img
ভারতে না খেলার সিদ্ধান্ত নিলেন গলফাররা Jan 07, 2026
img
আমি ভীষণ রকম অদ্ভুত: মেসি Jan 07, 2026
img
নিজেকে ছোট মনে করবেন না: এমা স্টোন Jan 07, 2026
img
মোংলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত Jan 07, 2026
img
একদিনে টিকিটবিহীন প্রায় ২ হাজার যাত্রীর কাছ থেকে ৪ লাখ টাকা আদায় Jan 07, 2026