আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দাখিল করা হলফনামায় বিদ্যুৎ বিল বকেয়া থাকার তথ্য দেওয়ার দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
রোববার (৪ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুয়ায়ী, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী নুরুল ইসলাম এবং ঢাকা-৩ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দেওয়া মো. ফারুকের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদের মধ্যে নুরুল ইসলামের হলফনামায় ১ হাজার ৫১ টাকা বিদ্যুৎ বিল বকেয়ার তথ্য দেওয়া হয়েছে। এছাড়া এই প্রার্থীর ফরম ২০ ও ফরম ২১-এ স্বাক্ষর না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির মো. ফারুকের হলফনামায় ৩ লাখ ৪০ হাজার ২৩৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকার ১-১৩ আসনে নির্বাচনে আংশ নিতে ১৭৪ জন মনোনয়নপ্রত্যাশী আবেদন দাখিল করেছেন। এদের মধ্যে ১১৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫৪টি এবং একটি স্থগিত করা হয়েছে।
আরআই/টিকে