বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে বলতে পারি, দেশে স্বাভাবিক, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবরও জিয়ারত করেন।
এ্যানি বলেন, ‘আমরা প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছি। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছি যে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে সবার কাছে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। মা-বোন, মুরব্বি ও তরুণ সমাজ সবার কাছে ভোট চাইতে হবে। ভোট চাওয়ার মাধ্যমে আমরা সাড়া পেয়েছি, ব্যাপক সাড়া পাচ্ছি।
এর আগেও আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য কথা বলেছি।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন, কারাবন্দি ছিলেন। অসুস্থ হয়ে তিনি বহু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেন।
তিনি সারা বিশ্বে সম্মানিত এবং শ্রদ্ধার জায়গায় রয়েছেন। তার জানাজায় কোটি মানুষ অংশগ্রহণ করেছে। তিনি আপসহীন নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদসহ প্রমুখ।
পিএ/ এসএন