ভেনেজুয়েলার পাশে থাকতে প্রয়োজনে নিজেদের জীবন দিতেও প্রস্তুত কিউবা এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।
শনিবার হাভানায় মার্কিন দূতাবাসের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই অঙ্গীকার করেন।
কিউবা-ভেনেজুয়েলা মৈত্রী সহজে ভেঙে পড়তে দেবেন না উল্লেখ করে দিয়াজ-ক্যানেল বলেন, ভেনেজুয়েলার জন্য, এবং অবশ্যই কিউবার জন্য, আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত, তবে তার জন্য (শত্রুকে) চড়া মূল্য দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাভানার এক বাসিন্দা বলেন, হুগো চাভেজ এবং পরে মাদুরো দুজনেই দশকের পর দশক ধরে মার্কিন হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে আসছিলেন। কিন্তু যখন সত্যিই ঘটনাটি ঘটল, তখন কেউ প্রস্তুত ছিল না। ভেনেজুয়েলার সামরিক বাহিনীর পেছনে বিলিয়ন ডলার ছিল, আমাদের তা নেই।
এদিকে শনিবার 'নিউইয়র্ক পোস্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সময় মাদুরোকে রক্ষা করতে গিয়ে অনেক কিউবান নাগরিক নিহত হয়েছেন। ট্রাম্পের ভাষায়, তারা মাদুরোকে রক্ষা করছিল। এটা তাদের জন্য ভালো কোনো পদক্ষেপ ছিল না।
কেএন/টিকে