নুরুল হাসান সোহান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অপেক্ষায়। প্রাথমিক দলে জায়গা পাওয়া এই কিপার ব্যাটার বিশ্বমঞ্চে নামার আগে বিপিএল থেকে আত্মবিশ্বাস নিতে চান। অবশ্য সেই কাজটা ভালোভাবে করে যাচ্ছেন তিনি। চলমান বিপিএলে তার নেতৃত্বে রংপুর রাইডার্স টানা দুই জয়ে ভালো অবস্থানে চলে এসেছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপের স্কোয়াডে থাকার কথা জানতে পারেন সোহান। এনিয়ে তিনি বলেন, ‘ওভাবে অফিশিয়ালি জানি না (দলে আছি কিনা)। খেলায় ছিলাম, দলে থাকলে আলহামদুলিল্লাহ।’
তারপরই বললেন লক্ষ্যের কথা, ‘এখন যেহেতু রংপুরের হয়ে খেলছি। এখানে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। পরেই বিশ্বকাপ। এখান থেকে আত্মবিশ্বাস যেটা পাব, বিশ্বকাপে কাজে দিবে।’
জাতীয় দলের সতীর্থ সাইফ হাসানের অফ ফর্ম নিয়ে সোহান বলেন, ‘(সাইফ) হয়তো রান করেনি। তবে আশা করি খুব শিগগিরই ভালো রানে আসবে। ভালো প্লেয়ার, সে নিজেকে প্রমাণ করেছে। খুব শিগগিরই ইনশাআল্লাহ বড় রান পাবে।’
পরে নিজের দল নিয়ে অধিনায়ক জানান, ‘আমার কাছে মনে হয় আমরা একটা দল হিসেবে খেলতে চাচ্ছি। টুর্নামেন্টের মাঝে আছি, সবাই প্রতিদিন পারফর্ম করবে না। যার যেদিন দরকার, সবাই সেই সামর্থ্যে আছে, দলের জয়ে অবদান রাখার।’
আরআই/টিকে