জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন দেশ ও গণতন্ত্রের স্বার্থই ছিলো তার কাছে সর্বাগ্রে। এমন মন্তব্য করে বিএনপির স্হায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন - বন্দুক নয়, খালেদা জিয়ার শক্তি ছিলো জনগণ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে এ্যাবের নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তর্বক অর্পন করেন তিনি।
পরে সাংবাদিকদের বলেন- নিজের জীবন তুচ্ছ করে খালেদা জিয়া দেশের জন্য, মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। অন্যরা যখন ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিলেন, তিনি ছিলেন আপসহীন।
খালেদা জিয়ার রাজনীতি সংগ্রামের, রাজপথের ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এসকে/টিকে