বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের সম্প্রতি এক শো-ইন্টারভিউতে ২০০৪ সালের কঠিন সময়ের কথা স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, সেই সময় তিনি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন। পরিবার ও ব্যবসায় ধার নিয়ে কাজ চালাচ্ছিলেন, আর সংসারের জন্য প্রয়োজনীয় টাকা কমে গিয়ে মাত্র ১০ হাজার রুপি হাতে ছিল।
অনুপম খের বলেন, “আমাদের পরিবারের শত বছরের ইতিহাসে কেউ একসঙ্গে ১০ হাজার টাকা দেখেনি, আমি সেটা প্রথম দেখি। কিন্তু সুদের চাপ এত বেড়ে যায় যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এসে বলে, ব্যাংকে এখন কেবল ৪০০ রুপি আছে। আমার বাড়ি আর অফিস দুটোই বন্ধক রাখা।”
এই সময়ের অর্থনৈতিক সংকট ও মানসিক চাপের কথা স্মরণ করে অনুপম খের জানিয়েছেন, সেখান থেকে উঠে আসার লড়াইই তাকে জীবনের প্রতি দৃঢ় এবং দায়িত্বশীল হতে শিখিয়েছে। অভিনেতার এই খোলাখুলি স্মৃতিকথা তার ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
পিআর/টিকে