আজ ২০২৬ সালের ৬ জানুয়ারি, কিংবদন্তি শিল্পী এ আর রহমান ৫৯ বছরে পা রাখলেন। তামিলনাড়ুর এক হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই শিল্পীর আসল নাম ছিল দিলীপ কুমার রাজাগোপালা। সঙ্গীতের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয় খুব অল্প বয়সেই। মাত্র চার বছর বয়স থেকে পিয়ানো শেখা শুরু করেছিলেন তিনি।
বাবাও পেশাগতভাবে যুক্ত ছিলেন চলচ্চিত্র জগতের সঙ্গে, ফলে ছোটবেলা থেকেই বাবার সঙ্গে স্টুডিয়োতে যাতায়াত ও সহযোগিতার সুযোগ পান। গানের পরিবেশেই বড় হয়ে ওঠা শিল্পী পরে পশ্চিমি সঙ্গীতে ডিপ্লোমা অর্জন করেন।
জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আসে ২৩ বছর বয়সে, যখন তিনি ধর্মান্তর করেন। নতুন নাম গ্রহণ করেন আল্লা রাখা রহমান। এই সিদ্ধান্তের সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যরাও যুক্ত ছিলেন।
দীর্ঘ সঙ্গীত জীবনে একের পর এক স্মরণীয় কাজ উপহার দিয়েছেন তিনি। বলিউড থেকে দক্ষিণী চলচ্চিত্র জগৎ, এমনকি হলিউডেও রয়েছে তাঁর অসংখ্য সফল প্রজেক্ট। আজ তিনি ভারতের পুরুষ সঙ্গীতশিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী শিল্পীদের একজন বলে পরিচিত। বিভিন্ন সূত্র অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা।
কেএন/টিকে