নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারার আওতায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে তার অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত একটি লিখিত নোটিশে তার ঠিকানায় পাঠানো হয়। নথিতে উল্লেখ রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সে প্রেক্ষিতে দুদক তার নামে জারিকৃত সম্পদ বিবরণী নোটিশ (নোটিশ নম্বর উল্লেখ রয়েছে) নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়।
তবে নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময়সীমা পরেও তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। ফলে এটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
দুদকের মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ করেছেন- এ মর্মে কমিশন আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কমিশনের নির্দেশ অমান্য করে কেউ সম্পদ বিবরণী দাখিল না করলে তার বিরুদ্ধে মামলা করা আইনগতভাবে বাধ্যতামূলক।
দুদক সূত্র জানায়, মামলাটি বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং আদালতের নির্দেশনার আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৮ সালের ২২ অক্টোবর থেকে ২০২৩ সালের ১০ নভেম্বর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুদকের এই মামলাকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এমকে/এসএন